ফোন আমাদের জীবনের অন্যতম সঙ্গী। ফোনটিকে সঙ্গে নিয়ে নিত্যদিন ছুটে চলা। এক মুহূর্তও যেন চলে না মোবাইল ফোনটি ছাড়া। তবে অনেক সময় অসতর্কতাবশত ফোনটি হাত থেকে পানিতে পড়ে যেতে পারে। এমন ঘটনা অহরহই ঘটে অনেকের সঙ্গে।
তবে চিন্তা নেই। স্মার্টফোনটি পানিতে পড়ে গেলে কয়েকটি বিষয়ে সর্তক থাকলেই হবে। আর এতে বড় ধরনের ক্ষতি হতে রক্ষা পেতে পারেন।
চলুন তবে জেনে নেওয়া যাক–
ফোন পানিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তা তুলে ফেলুন। যত বেশি সময় পানিতে থাকবে, ততই তাড়াতাড়ি ফোনের বিভিন্ন পার্টস খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। পানিতে বেশিক্ষণ থাকলে শর্ট সার্কিটও হয়ে যেতে পার। এতে ফোনে থাকা সমস্ত ডেটা মুছে যায়।
কোনো সুইচ চাপবেন না। এতে করে পানি আরও বেশি পরিমাণে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে শর্টসার্কিট হবে। হয়তো বেঁচে যেতো মোবাইলটা; কিন্তু স্রেফ একটা সুইট চাপার কারণে নষ্ট হয়ে যাবে। তাই কোনো সুইচ বা পোর্টে খোঁচাখুঁচি করবেন না কোনোভাবেই।
একটি পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছে নিন ও সুইচ অফ করে রাখুন। কোনো হেডফোন বা ইউএসবি লাগানো থাকলে অবশ্যই খুলে রাখুন। ফোনের ভেতরের সব কিছু, অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ডও খুলে ফেলুন।
পানি মোছার পর ফোনটিকে বেশ কিছুক্ষণ ঝাঁকিয়ে নিন। যাতে হেডফোন জ্যাক, চার্জিং পোর্টে একটুও পানি জমে না থাকে। শুকনো কাপড়ে মুছে একটি টিস্যু পেপার দিয়ে আরেকবার মুছে নিন।
পারলে ফোনটি একটি শুকনো তোয়ালেতে জড়িয়ে রাখুন। সেক্ষেত্রে অতিরিক্ত জল তোয়ালেটি টেনে নেবে।
এরপর কিছুক্ষণ ফোনটিকে রোদে রাখুন। যদি কোথাও অল্প পানি থেকে যায় তাহলে রোদে রাখলে তা শুকিয়ে যাবে।
২৪ ঘণ্টা পর্যন্ত ফোনে ব্যাটারি লাগাবেন না। চালের মধ্যে বা সিলিকা জেল-এ ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাখতে হবে।
এরপরও কাজ না হলে সার্ভিস সেন্টারে নিয়ে যান। তবে ভুল করেও ফোনে হেয়ার ড্রাইয়ারের প্রয়োগ করবেন না। হেয়ার ড্রাইয়ারের গরম হাওয়ায় ভেতরের পার্টসগুলো গলে যেতে পারে।
পরিষ্কার পানিতে ফোন পড়ে গেলে ও তার ভেতরে পানি ঢুকলে তবু স্মার্টফোনটি ঠিক হওয়ার কিছুটা আশা থাকে। কিন্তু সমুদ্রের নোনা পানিতে ফোন পড়ে গেলে সেটা ঠিক হওয়ার আশা প্রায় থাকে না বললেই চলে। এজন্য আবার ফোনটি সমুদ্র থেকে তুলে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলার চেষ্টা করবেন না যেন।
Related
Source link
The post স্মার্টফোন পানিতে পড়ে গেলে কী করবেন ShibluTricksbd appeared first on shiblutricksbd.
0 Comments