৩০ কোটি ইউনিট স্মার্টফোন তৈরি করেছে স্যামসাং

গত বছর প্রায় ৩০ কোটি ইউনিট স্মার্টফোন তৈরি করেছে স্যামসাং। বেশ কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি সাইট দি ইলেক।

সূত্রগুলো জানায়, স্যামসাংয়ের নিজস্ব কারখানায় তৈরি হয়েছে ২৩ কোটি ৮৮ লাখ ইউনিট। বিপরীতে উইনটেক ও হুয়াক্বিনের মতো জয়েন্ট ডেভেলপমেন্ট ম্যানুফ্যাকচারার্সে (জেডিএম) তৈরি হয়েছে বাকি ৬ কোটি ইউনিট স্মার্টফোন। ধারণা করা হচ্ছে, গত বছর ২০ কোটি ইউনিটের মতো স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং। ভিয়েতনামে স্যামসাংয়ের বৃহৎ কারখানা বন্ধ থাকা এবং গ্যালাক্সি এস২১-এর প্রত্যাশিত বিক্রি না হওয়ার পরও বিক্রির উপাত্তে খুশি হতেই পারে শীর্ষ স্মার্টফোন বিক্রেতা কোম্পানিটি। গত বছর দেড় থেকে দুই কোটি ইউনিট গ্যালাক্সি এস২১ সিরিজের স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং। এর আগে এস সিরিজের স্মার্টফোন বিক্রি হয়েছে সাড়ে তিন কোটি থেকে চার কোটি ইউনিট। সূত্রগুলো বলছে, যদি ভিয়েতনাম কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ না হতো তাহলে আরো বেশি গ্যালাক্সি এস২১ ফোন বিক্রি হতো।

উপকরণ সরবরাহ চেইন সংকটের মধ্যে গ্যালাক্সি এ ও এম সিরিজের ফোনের হাত ধরে স্মার্টফোন বিক্রি বাড়াতে চাইছে স্যামসাং।

২০২২ সালে ৩৩ কোটি ৪০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে স্যামসাং। এর মধ্যে ২৮ কোটি ৫০ লাখ ইউনিট স্মার্টফোন তৈরি হবে নিজস্ব কারখানাতেই। বাকিগুলো তৈরি হবে যৌথ উৎপাদন কারখানায়।

The post ৩০ কোটি ইউনিট স্মার্টফোন তৈরি করেছে স্যামসাং appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments