নতুন ডিজাইনের স্মার্ট ওয়্যারেবল ডিভাইস তৈরিতে পেটেন্ট অনুমোদন পেয়েছে শাওমি। পেটেন্টটি বর্গাকৃতির ডিসপ্লের একটি স্মার্টওয়াচ। ডিভাইসটির উন্নয়ন কার্যক্রম প্রাথমিক পর্যায়ে থাকলেও ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে এ ডিজাইনের স্মার্টওয়াচ বাজারে আনবে প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।
আইটিহোম প্রথম পেটেন্টটির বিষয়ে জানতে পারে। প্রাপ্ত নথিতে ডিভাইসটির স্কেচও দেখা গেছে। চীনের প্রযুক্তি জায়ান্টটি যদি ডিভাইসটি নির্মাণের উদ্যোগ নেয়, তাহলে সেটিতে হার্ট রেট ট্র্যাক, স্লিপ ট্র্যাক, ব্লাড অক্সিজেন মনিটর, ব্লাড সুগার বা রক্তে শর্করার পরিমাণ যাচাইয়ের পাশাপাশি গতানুগতিক ধারার স্মার্টওয়াচে থাকা সব ফিচারই থাকবে।
নতুন স্মার্টওয়াচের ডিজাইন ব্যতীত পেটেন্টে ও স্কেচে আর কোনো তথ্য প্রকাশ করেনি শাওমি। পেটেন্টে প্রকাশিত ডিজাইনের তথ্যানুযায়ী, স্মার্টওয়াচটিকে পরিবর্তনযোগ্য বলে মনে হচ্ছে। যার ডিসপ্লে বর্গাকৃতির। এর আগে শাওমি গোলাকৃতির স্মার্টওয়াচ বাজারজাত করেছে এবং সেগুলো ব্যবহারকারীদের মধ্যে ভালো সাড়া ফেলেছে।
The post স্মার্টওয়াচ তৈরিতে শাওমির নতুন পেটেন্ট অনুমোদন appeared first on Techzoom.TV.
0 Comments