হারানো শিশুদের খুঁজে পেতে আসছে ‘নিখোঁজ’ অ্যাপ

ধরুন, পঞ্চগড়ের এক শিশু হারিয়ে গেছে। পরিবার হন্যে হয়ে খুঁজছে তাকে। থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন শিশুটির মা-বাবা। কিন্তু কোথাও শিশুটির খোঁজ মিলছে না। সে হয়তো আছে রাজধানী ঢাকা কিংবা অন্য কোনো শহরে। এই হারানো শিশুদের খুঁজে পাওয়ার জন্য সহায়তা করবে ‘নিখোঁজ’ নামের একটি অ্যাপ।

আর এই অ্যাপটি নিয়ে আসছে থার্ড আই সোশ্যাল টেকনোলজি। এই অ্যাপসটির নাম দেয়া হয়েছে ‘নিখোঁজ’। এটাতে আছে দুটো অপশন। প্রথম অপশন হলো

‘অ্যাড চিলড্রেন’, অর্থাৎ হারিয়ে যাওয়া শিশু সম্পর্কে ছবিসহ বিস্তারিত তথ্য এবং দ্বিতীয় অপশনে ‘ফাইন্ড চিলড্রেন’—কেউ যদি হারিয়ে যাওয়া কোনো শিশুর সন্ধান পান, তাহলে শিশুটিকে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে চাইলে এ অপশনে ছবি আপলোড করে সার্চ দিতে হবে।

অ্যাপটির উদ্যোক্তা মইনুল ইসলাম বলেন, এই প্রক্রিয়া এখনো প্রাথমিক অবস্থাতেই আছে। এর সঙ্গে পুলিশের সহায়তা প্রয়োজন। এছাড়াও, যিনি হারিয়ে যাওয়া শিশুকে পেয়ে ফিরিয়ে দিতে চাইবেন, তাঁর বিষয়েও তথ্য দিতে হবে।

এ ছাড়া হারিয়ে যাওয়া শিশুকে স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি থানা বা দায়িত্বশীল কোনো সংস্থার মাধ্যমে করা হবার কথা জানান তিনি। মইনুল আরও বলেন, এই বষিয়টি এবং এই উদ্যোগটি খুবই স্পর্শকাতর এবং সচেতনতামূলক। তাই এর যাবতীয় পদক্ষেপ অতি গুরুত্বের সাথে নিতে হবে।

The post হারানো শিশুদের খুঁজে পেতে আসছে ‘নিখোঁজ’ অ্যাপ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments