প্রায় ৪৫ হাজার গ্রাহকের কয়েকশো কোটি টাকা নিয়ে উধাও হওয়া ই-কমার্স প্রতিষ্ঠান আলিশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল হক সিকদারকে বনানীর অফিসে আটক করে রাখে। ছয় ঘণ্টা ধরে আটক রাখার পর বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে বনানী থানা পুলিশ তাকে উদ্ধার করে। এসময় শত শত গ্রাহক তাদের টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
বনানী থানার ওসি নুরে আযম মিয়া জানান, বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৬৫/বি, এসুরেন্স নাজির টাওয়ারের নবম তলায় আলিশা মার্টের অফিস। ৬, কামাল আতাতুর্ক এভিনিউয়ের প্রাসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় আলিশা মার্টের আরো একটি অফিস রয়েছে। এই দুই অফিসের বৃহস্পতিবার বিকালের পর থেকে শত শত গ্রাহক জড়ো হন। তাদের কাছে খবর আসে যে আলিশা মার্টের চেয়ারম্যান বনানীর অফিসে অবস্থান করছেন। এরপর গ্রাহকরা এসুরেন্স নাজির টাওয়ারের সামনে অবস্থান নেয়। তারা আলিশা মার্টের অফিসে তালা ঝুলিয়ে দেয়। পরে রাত ১০ টার দিকে পুলিশ গিয়ে আলিশা মার্টের চেয়ারম্যানকে উদ্ধার করে বনানীর বাসায় পৌঁছে দেয়।
গত বছর জানুয়ারিতে জমকালো আয়োজনে যাত্রা শুরু করে আলেশা মার্ট। চটকদার বিজ্ঞাপন আর নানা অফারে ক্রেতাদের আকৃষ্ট করে প্রতিষ্ঠানটি। প্রায় ৪৫ হাজার গ্রাহক ৪৫০ কোটি টাকা পাবে আলেশা মার্টের কাছে। গ্রাহকদের টাকা ফেরত দিতে না পেরে ইতিমধ্যে প্রতিষ্ঠানটি উধাও হয়ে গেছে।
The post আলিশা মার্টের চেয়ারম্যানকে আটকে রাখলো গ্রাহকরা, উদ্ধার করলো পুলিশ appeared first on Techzoom.TV.
0 Comments