আমাজন এবার খুলছে পোশাক–আশাকের দোকান

অনলাইনের গণ্ডি পেরিয়ে সরাসরি ক্রেতাদের পোশাক কেনার সুযোগ দিতে প্রথমবারের মতো দোকান চালু করছে আমাজন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চালু হতে যাওয়া এই পোশাকের দোকানে ব্যবহারকারীরা সরাসরি পরখ করে পোশাক কেনার সুযোগ পাবেন।

‘আমাজন স্টাইল’ নামের এ দোকানে প্রবেশ করে আশপাশে থাকা ডিসপ্লে বোর্ডে নিজের প্রয়োজন বা পছন্দের কথা জানালেই দোকানের কোন জায়গায় পণ্য আছে, তা ক্রেতার মুঠোফোনে দেখা যাবে। এমনকি পোশাক পছন্দ হলে পরখ করার জন্য কোন রুম খালি আছে, তা–ও জানা যাবে মুঠোফোনে।

আমাজন জানিয়েছে, প্রদর্শন করা পণ্যে থাকা কিউআর কোড স্ক্যান করলেই পোশাকটির একাধিক রং, বিভিন্ন আকারসহ কোন উপাদান দিয়ে তৈরি হয়েছে, জানতে পারবেন ক্রেতারা। শুধু তা–ই নয়, পোশাকটি সম্পর্কে অন্য ক্রেতাদের মূল্যায়ন বা মতামতও জানা যাবে। নিজস্ব অ্যালগারিদম কাজে লাগিয়ে ক্রেতাদের চাহিদা বুঝে বিভিন্ন পণ্যও ডিসপ্লেতে দেখাবে দোকানটি। এরই মধ্যে দোকানটির প্রচারণায় একটি ভিডিও উন্মুক্ত করেছে আমাজন। সবকিছু ঠিক থাকলে বছরের শেষ নাগাদ নিজেদের প্রথম পোশাকের দোকানটি চালু করবে বিশ্বের শীর্ষ ই–কমার্স প্রতিষ্ঠানটি।

সূত্র: দ্য ভার্জ

The post আমাজন এবার খুলছে পোশাক–আশাকের দোকান appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments