অত্যাধুনিক স্মার্টফোন আনল স্যামসাং

অত্যাধুনিক ফিচারে বাজারে এলো স্যামাসংয়ের নতুন ফোন। মডেল গ্যালাক্সি এস২১ এফই ৫জি। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮ প্রসেসর এবং সর্বাধুনিক অ্যানড্রয়েড ১২ ভার্সন ব্যবহৃত হয়েছে।

নতুন ফোনে এই ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ব্যবহৃত হয়েছে।

আন্তর্জাতিক বাজারে ফোনটির দাম ৬৯৯ পাউন্ড। গ্রাফাইট, ল্যাভেন্ডার, অলিভ ও সাদা রঙে এই ফোন পাওয়া যাবে। ১১ জানুয়ারি থেকে বিশ্বের বিভিন্ন দেশে এই ফোন বিক্রি শুরু হবে।

ডিভাইসটিতে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে ব্যবহৃত হয়েছে ওয়ান ইউআই ৪ ইন্টারফেস।

এই ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলিড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে ১২০ হার্জের রিফ্রেশ রেট ও ২৪০ হার্জ টাচ স্যাম্পল রেট।

ছবি তোলার জন্য ফোনটির পিছনে তিনটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ১২ মেগাপিক্সেল সেন্সর ও এফ/১.৮ অ্যাপারচার। এছাড়াও এই ফোনে একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ও একটি ৮ মেগাপিক্সেলের টেলি-ফটো সেন্সর দিয়েছে স্যামসাং। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।

The post অত্যাধুনিক স্মার্টফোন আনল স্যামসাং appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments