এন্ড্রয়েড ট্রেনের গেম গুলোর তালিকা (Best Android Train Games): বন্ধুরা এমনিতে আমরা বিভিন্ন আলাদা আলাদা রকমের এন্ড্রয়েড গেম গুলোর বিষয়ে আমাদের ব্লগে আপনাদের বলেছি। আপনারা চাইলে আমাদের গেমস এর ক্যাটাগরিতে গিয়ে গেমস নিয়ে লিখা বিভিন্ন আর্টিকেল গুলো পরে নিতে পারবেন।
যখন আমরা Google Play Store এর মধ্যে train games লিখে সার্চ করি, তখন বেশিরভাগ train simulators games গুলো আমাদের দেখানো হয়।
Simulator games মানে হলো এমন কিছু গেমস (অনেক সময় গেম বলে বলাও হয়না) যেগুলো মানুষের দ্বারা করা কার্যকলাপ গুলোর প্রদর্শন করে থাকে।
মানে, এই ধরণের গেম গুলোর মাধ্যমে আমরা এমন কিছু জটিল জিনিস গুলোর অনুভব নিতে পারি যেগুলো জিনিসের অনুভব আসল জীবনে নেওয়াটা প্রত্যেকের ক্ষেত্রে সম্ভব না।
যেমন, ট্রেন চালানো, প্লেইন চালানো, নৌকা চালানো, শিকার করা ইত্যাদি।
সিমুলেটর গেম গুলো মাধ্যমে আপনার এরকম অনুভব করানোর চেষ্টা করা হবে যেন আপনি আসল জীবনেই সেই কাজ গুলো করছেন।
তাই, যদি আপনিও সেরা ট্রেন সিমুলেটর গেম গুলো খেলতে চাইছেন এবং ট্রেন চালানোর অনুভব নিতে চাইছেন, তাহলে নিচে দেওয়া গেম গুলো অবশই খেলে দেখুন।
নিচে আমরা কিছু দারুন মোবাইল ট্রেন গেম গুলো এবং কিছু ট্রেন সিমুলেটর গেম গুলোর বিষয়ে আপনাদের বলতে চলেছি।
সেরা ৭ টি ট্রেনের গেম যেগুলোর তালিকা – (২০২২)
আপনার কাছে যদি একটি android smartphone আছে তাহলে আপনিও নিচে দেওয়া প্রত্যেকটি এন্ড্রয়েড ট্রেন মোবাইল গেম গুলো নিজের মোবাইলে ডাউনলোড করে খেলতে পারবেন।
গেম গুলো গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রীতে আপনারা ডাউনলোড করতে নিজের মোবাইলে ইনস্টল করে নিতে পারবেন।
১. Train Taxi
৪.০ রেটিং এর সাথে এই ট্রেনের গেমটি অনেক মজার এবং ইন্টারেষ্টিং গেম।
প্রত্যেকটি লেভেল এর মধ্যে আপনাদের ট্রেনে কিছু যাত্রীদের তুলতে হবে এবং সেইভাবে এগিয়ে যেতে হবে।
যতটা অধিক যাত্রী আপনারা বহন করবেন ততটাই আপনাদের ট্রেন বড় হতে থাকবে এবং তখন আপনাকে ধ্যান দিয়ে খেলতে হবে।
গেমটির মধ্যে থাকছে, cartoon graphics, excellent animation এবং good sound.
২. Conduct THIS! – Train Action
গেমটি মূলত একটি train railway action puzzle game যেখানে আপনারা অনেক মজার কিছু challenges এবং levels গুলো পাবেন।
দারুন লোকেশন গুলোর সাথে আপনাদের দেওয়া হবে সহজ নিয়ন্ত্রণ প্রণালী যার মাধ্যমে সময়ের আগে আগে যাত্রীদের তাদের সঠিক জায়গাতে নিয়ে যেতে হবে।
গেমটি খেলার সময় আপনাকে নিজের বুদ্ধি এবং মাথার ব্যবহার করতে হবে এবং আপনি কতটা চালাক সেটা সেখানেই বুঝতে পারবেন।
গেমের মধ্যে আপনি যত এগিয়ে যেতে থাকবেন, আপনি নতুন নতুন ডিজাইন এর ট্রেন, সুন্দর সুন্দর লোকেশন ইত্যাদি পাবেন।
৩. Train Station: Railroad Tycoon
এটা একটি দারুন ট্রেন সিমুলেটর গেম যেখানে আপনাকে সুন্দর করে ট্রেনিং দিয়ে দেওয়া হবে।
গেমপ্লে অনেক দারুন এবং সহজেই প্রত্যেকেই এই গেমের আনন্দ নিতে পারবেন।
এখানে পুরোনো ট্রেন থেকে শুরু করে নতুন মডেলের ট্রেন সবটাই আপনারা ব্যবহার করতে পারবেন।
যেমন, old steam engines বা super-speed train.
এছাড়া, আলাদা আলাদা এবং আকর্ষণীয় ট্রেন স্টেশন গুলো রয়েছে যেখানে আপনাদের জিনিস নিয়ে যেতে হবে।
৪. Train Station 2
এটাও ওপরের গেমটির মতোই যেটাকে Pixel Federation Games দ্বারাই পাবলিশ করা হয়েছে।
এখানেও আপনারা পুরোনো থেকে শুরু করে নতুন নতুন রেল ইঞ্জিন গুলোকে কিনতে পারবেন।
এছাড়া, এক্সপ্রেস ট্রেন গুলোকে কালেক্ট করে সেগুলোকে আপগ্রেড করার অপসন এখানে রয়েছে।
এটাও একটি ট্রেন সিমুলেটর গেম বলেই বলা যেতে পারে, তবে এখানে আপনাদের বিভিন্ন tasks গুলো দেওয়া হবে যেগুলোকে সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
৫. Thomas & Friends
এটা মূলত একটি দারুন train racing adventure game যেখানে আলাদা আলাদা ট্রেন গুলোর সাথে আপনাকে রেস করতে হবে।
ভাবুন তো, গাড়ির রেসিং শুনেছিলেন, তবে ট্রেনের রেস খেলে কতটা মজা লাগবে।
আপনি 2-player mode এর মাধ্যমে কোনো বন্ধুকে চ্যালেঞ্জ ও করতে পারবেন।
Speed boosters এর মাধ্যমে অনেক দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবেন এবং golden cogwheels গুলো সংগ্রহ করতে পারবেন।
এছাড়া, কালেক্ট করা golden cogwheels গুলোর সাহায্যে নিজের ইঞ্জিন আপগ্রেড করে সেটাকে আরো সেরা বানিয়ে নিতে পারবেন।
এখানে, “1-Player” বা “2-Player” mode এর সাথে নিজের friends দের challenge করতে পারবেন।
৬. Train Builder
এটাও একটি অনেক ভালো এন্ড্রয়েড গেম যেখানে আপনাকে নিজের একটি ট্রেন তৈরি করতে হবে।
অবশই নিজের তৈরি করা ট্রেন আপনারা চালিয়ে মজাও নিতে পারবেন।
আপনাকে কেবল ট্রেন তৈরি করে বসে থাকতে হবেনা, আপনার করার জন্য থাকছে বিভিন্ন কাজ গুলো।
যেমন, খেত থেকে ফল বহন করা, বসু-পক্ষী দের নিয়ে যাওয়া ইত্যাদি।
আপনি কোন স্টেশনে যেতে চাইছেন সেটা সিলেক্ট করুন এবং এগিয়ে যান।
ট্রেন নিয়ন্ত্রণ করাটা অনেক সোজা এবং সরল, তাই বাচ্চারাও এই গেম অনেক আনন্দের সাথে খেলতে পারবেন।
৭. Chuggington
শেষে Chuggington অবশই একটি মজার মোবাইল ট্রেন গেম যেটা প্রত্যেকেই খেলতে পারবেন এবং আনন্দ অনুভব করতে পারবেন।
নিজের ট্রেনটি আপনারা আপগ্রেড করতে পারবেন এবং সেখানে বিভিন্ন গ্যাজেট গুলো ইনস্টল করতে পারবেন।
যেমন, cargo cars, wagons, jet packs, boosters ইত্যাদি।
Build & Play mode এর মধ্যে গিয়ে আপনারা বিভিন্ন train set pieces গুলো সংগ্রহ করতে পারবেন।
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, আপনারা যদি সেরা ট্রেন গেম গুলোর বিষয়ে জেনেনিতে চাইছেন, তাহলে অবশই ওপরে বলা মোবাইল গেম গুলো একবার খেলে দেখতেই পারেন।
ওপরে বলা গেম গুলো আপনারা ফ্রীতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।
এছাড়া, প্রত্যেকটি গেমের প্লে স্টোর রেটিং অনেক ভালো।
তাই, আমাদের আজকের আর্টিকেল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার অবশই করবেন।
এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে অবশই জানাবেন।
অবশই পড়ুন:
>> Related Articles
Source link
The post এন্ড্রয়েড মোবাইলের সেরা ৭ টি ট্রেনের গেম গুলোর তালিকা Shiblutricksbd appeared first on shiblutricksbd.
0 Comments