আধুনিক মোবাইল বিশ্বে ফোল্ডেবল ফোনের সূত্রপাত ঘটেছে। প্রায় অনেকগুলো মোবাইল কোম্পানী ফোল্ডেবল ফোন নিয়ে এসেছে সেখানে অনর কেন থাকবে পিছিয়ে। অনর এবার নিয়ে এলো অনর ম্যাজিক ভি মোবাইল। এটি একটি হাই বাজেটের ফোন হতে চলেছে উক্ত কোম্পানীটির। প্রায় সবরকম সুযোগ সুবিধা মিলবে এই ফোনটিতে। চলতি মাসেই লঞ্চ হতে চলেছে ফোনটির। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
ডিসপ্লেঃ
অনর ম্যাজিক ভি মোবাইলটিতে দেওয়া হয়েছে ডুয়েল স্ক্রীন যার একটি হবে ৭.৯ ইঞ্চি এবং অপরটি হবে ৬.৪৫ ইঞ্চি বিশিষ্ট ও এল ই ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে একটির ১৯৮৪X২২৭২ পিক্সেল। উক্ত ফোনটির পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩৮১ এবং অপরটি হবে ১০৮০X২৫৬০। ১২০ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এই ফোনটিতে, যার ফলে ফোনটি খুব দ্রুত কাজ করবে।
বডিঃ
এই মোবাইলটির ডিভাইস হবে ফোল্ডেবল টাইপের। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। এই মোবাইলটির আয়তন হবে আনফোল্ডেড ১৬০.৪X১৪১.১X৬.৭ মিলিমিটার ও ফোল্ডেড এর ১৬০.৪X৭২.৭X১৪.৩ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ২৮৮/২৯৩ গ্রাম।
হার্ডওয়্যার:
অনর ম্যাজিক ভি ফোনটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৭৩০। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬/৫১২ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া অ্যান্ড্রোয়িড ভার্সন ১২। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। অনর ম্যাজিক ভি মোবাইলটিতে দেওয়া হয়েছে ৪,৭৫০ মিলি অ্যাম্পিয়ার এর লিথিয়াম আয়ন এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। এছাড়া এখানে ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হয়েছে ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং ও ৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধা। হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।
ক্যামেরাঃ
অনর ম্যাজিক ভি তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড, ৫০ মেগাপিক্সেলের ওয়াইড এবং অপরটি হবে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে ডুয়েল এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৪২ মেগাপিক্সেলের। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০/১২০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই থাকবে এইচ ডি আর, প্যানোরামা, ই আই এস, ও আই এস এবং ৪কে ভিডিও রেকর্ডিং এর সুবিধা।
মূল্যঃ
অনর ম্যাজিক ভি মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ১,৩৬,৯৫৪ টাকা।
Related
Source link
The post অনরের ফোল্ডেবল ফোন নিয়ে এলো অনর ম্যাজিক ভি ShibluTricksbd appeared first on shiblutricksbd.
0 Comments