সোয়াপ এ স্যামসাং স্মার্টফোনে ৩৩ হাজার টাকা ছাড়!

সোয়াপ নিয়ে এলো সাশ্রয়ী মূল্যে স্যামসাং গ্যালাক্সি এস২২+ ও এস২২ আল্ট্রা স্মার্টফোন কেনার সুযোগ। এখন থেকে ১৫ হাজার টাকা অগ্রিম বুকিং করলে স্যামসাং স্মার্টফোন কেনা যাবে ৩৩ হাজার টাকা কম মূল্যে।

বাংলাদেশে অনলাইনে পুরোনো পণ্য বিক্রয়ের প্ল্যাটফর্ম নিয়ে এসেছে সোয়াপ, যেখানে একটি পণ্য কোনো ক্রেতা নয়, সরাসরি কিনে নেবে প্ল্যাটফর্মটি নিজেই।

আজ থেকে শুরু হওয়া এ প্রি-বুকিং এর মাধ্যমে ক্রেতাদের সুযোগ থাকছে আকর্ষণীয় অফার ও নানা সুবিধা উপভোগ করার। সোয়াপ এর ওয়েবসাইটের (www.swap.com.bd). মাধ্যমে এ ডিভাইসগুলো প্রি-বুকিং দেয়া যাবে।

প্রি-বুকিং দেয়া ক্রেতারা ১০ হাজার টাকা ক্যাশব্যাক অথবা নির্বাচিত ডিভাইস এক্সচেঞ্জ করার ক্ষেত্রে ১০ হাজার টাকা বোনাস ক্যাশব্যাক ও ইএমআই এর ক্ষেত্রে ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ বিনামূল্যে গ্যালাক্সি বাডস পাওয়ার সুযোগ পাবেন। এছাড়াও, ৫০ শতাংশ নিশ্চিত বাইব্যাক সুবিধা উপভোগে তারা ৫ হাজার টাকা প্রদান করে গ্যালাক্সি অ্যাসিউরড -এর মাধ্যমে ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট ও ইনস্যুরেন্সে ৫০ শতাংশ ডিসকাউন্ট পাবেন।

এছাড়াও, ক্রেতারা সিটি ব্যাংক অ্যামেক্স কার্ড এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডে (ইবিএল) ইএমআই এর ক্ষেত্রে ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, সিটি অ্যামেক্সে ৫ হাজার টাকা পর্যন্ত বোনাস এমআর পয়েন্ট এবং ১০ হাজার টাকা মূল্যের এমআর রিডেম্পশন অপশন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) ও আইপিডিসি’র সাথে ২৪ মাস পর্যন্ত বর্ধিত ইএমআই সুবিধা এবং আইপিডিসি ইজেড -এ ২৪ মাস পর্যন্ত কার্ডবিহীন ০% ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

স্যামসাং এর প্রিমিয়াম স্মার্টফোন পরিসর গ্যালাক্সি এস সিরিজের নতুন সংযোজন স্যামসাং গ্যালাক্সি এস২২+ ও এস২২ আল্ট্রা। শক্তিশালী ও অত্যাধিনুক এ স্মার্টফোন দু’টির বাজারমুল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১,১৪,৯৯৯ টাকা (গ্যালাক্সি এস২২+) এবং ১,৪৩,৯৯৯ টাকা (গ্যালাক্সি এস২২ আল্ট্রা)। ডিভাইস গুলো প্রিঅর্ডার করতে ভিজিট করুন: www.swap.com.bd

The post সোয়াপ এ স্যামসাং স্মার্টফোনে ৩৩ হাজার টাকা ছাড়! appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments