১২০ হার্জ এর রিফ্রেশ রেটে আসছে অনর ৬০ এসই

অনর মোবাইল এবার নতুন করে নিয়ে আসছে অনর ৬০ এস ই মোবাইল। এর আগে অনর এস ই সিরিজের বেশ কয়েকটি ফোন লঞ্চ করেছে। এটি একটি মিড বাজেটের ফোন হতে চলেছে। চলতি মাসেই লঞ্চ করা হবে ফোনটির। আজকে আমরা এই ফোনটি নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।

ডিসপ্লেঃ

অনর ৬০ এস ই মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি বিশিষ্ট ও এল ই ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৩৪০ পিক্সেল। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট যার ফলে ফোনটি খুব স্মুথ কাজ করবে।

বডিঃ

এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। এই মোবাইলটির আয়তন সম্পর্কে এখনো জানা যায়নি।

হার্ডওয়্যার:

অনর ৬০ এস ই ফোনটির চিপসেট দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে মালি- জি ৬৮ এম সি ৪। ২ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। ৪ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। অনর ৬০ এস ই মোবাইলটিতে দেওয়া হয়েছে ৪,৩০০ মিলি অ্যাম্পিয়ার এর লিথিয়াম আয়ন এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হয়েছে ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং। হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।

ক্যামেরাঃ

অনর ৬০ এস ই তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৬৪ মেগাপিক্সেলের ওয়াইড, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৪৪ মেগাপিক্সেলের সেন্সর। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই থাকবে এইচ ডি আর, প্যানোরামা এর সুবিধা।

মূল্যঃ

অনর ৬০ এস ই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ২৯,৪৭৫ টাকা। কালো, সবুজ ও নীল রং এ পাওয়া যাবে ফোনটি।

The post ১২০ হার্জ এর রিফ্রেশ রেটে আসছে অনর ৬০ এসই appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments