দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি সম্প্রতি বাজারে উন্মুক্ত করা স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ এবং যুক্তরাষ্ট্রে ট্যাব এস৮ আল্ট্রার প্রি-অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছে। বর্তমানে গ্রাহকরা শুধু গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাস প্রি-অর্ডার করতে পারছে। শিগগিরই এ ডিভাইসের মজুদও শেষ হয়ে যাবে বলে জানা গেছে এক্সডিএ-ডেভেলপারস প্রকাশিত প্রতিবেদনে ।
চলতি বছরের প্রথমার্ধেই গ্যালাক্সি এস২২ সিরিজের স্মার্টফোন বাজারজাতের বিষয়ে ভাবছিল স্যামসাং। তবে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী নতুন স্মার্টফোন বাজারজাত পেছাতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি। ট্যাব ডিভাইসের ক্রমবর্ধমান চাহিদার মুখে এ সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়েছে স্যামসাং। খবর গিজমোচায়না।
এক বিবৃতিতে স্যামসাং জানায়, গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজ ক্রয়ে গ্রাহকদের আগ্রহ দেখে আমরা অভিভূত। গত ৪৮ ঘণ্টায় ডিভাইসের চাহিদা অত্যধিক বেড়ে যাওয়ায় আমরা ট্যাব এস৮ আল্ট্রা ও ট্যাব এস৮-এর প্রি-অর্ডার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। গ্রাহকদের আগ্রহ ধরে রাখতে ও চাহিদা পূরণে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।
২০২০ সালের আগস্টে গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজের ডিভাইস বাজারজাত করে স্যামসাং। সে সময় থেকেই ডিভাইস ক্রয়ে গ্রাহকদের আগ্রহ ক্রমে বাড়তে থাকে। আগের প্রজন্মের ট্যাবগুলোর তুলনায় নতুন সিরিজে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে লো-ল্যাটেন্সি এস পেন, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ১৪ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে। গ্যালাক্সি ট্যাব এস৮ আল্ট্রায় ১৪ দশমিক ৬ ইঞ্চির ২৯৬০–১৮৪৮ রেজল্যুশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পাশাপাশি এতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।
The post চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে স্যামসাং appeared first on Techzoom.TV.
0 Comments