মেসেঞ্জারে চালু হয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবা ShibluTricksbd

মেটা নিয়ন্ত্রণাধীন মেসেঞ্জার অ্যাপে আনা হচ্ছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা। টেক্সট মেসেজের পাশাপাশি এখন গ্রুপ চ্যাট ও কলের ক্ষেত্রেও পাওয়া যাবে এ এনক্রিপশন সুবিধা।

মেসেঞ্জারে নিরাপদ চ্যাটিং সেবা পেতে দুটি আলাদা পন্থা রয়েছে ব্যবহারকারীদের জন্য। এর প্রথমটি ‘ভ্যানিশ মোড’, চলতি কোনো চ্যাটিং থ্রেডে উপরের দিকে সোয়াইপ করে চালু করে নেয়া যাবে ‘ভ্যানিশ মোড’। এ মোডে চ্যাট উইন্ডো বন্ধ করলেই মুছে যায় সব মেসেজ। আর দ্বিতীয় উপায়টি হচ্ছে ‘সিক্রেট কনভার্সেশন’। নতুন কোনো আলাপ শুরু করার সময় ‘লক আইকন’ টগল করে ফিচারটি চালু করে নিতে পারবেন ব্যবহারকারী। দ্য ভার্জ


Source link

The post মেসেঞ্জারে চালু হয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবা ShibluTricksbd appeared first on shiblutricksbd.

Post a Comment

0 Comments