রেডমি চলতি মাসে বেশ কয়েকটি ফোন লঞ্চ করে ফেলেছে। আজকে আমরা তারই একটি ফোন রেডমি কে৪০ এস নিয়ে আলোচনা করব। এটি একটি মিড বাজেটের ফোন হতে চলেছে উক্ত কোম্পানীটির। উক্ত ফোনটিতে প্রায় সবরকম সুযোগ সুবিধা মিলবে। চলতি বছরেই লঞ্চ করা হয়েছে ফোনটির। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
ডিসপ্লেঃ
রেডমি কে৪০ এস মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। উক্ত ফোনটির সাথে পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩৯৫ এবং এর ডিসপ্লে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১২০ হার্জ। কর্ণিং গরিলা গ্লাস ৫ এর নিরাপত্তা দেওয়া হয়েছে ফোনটিতে।
বডিঃ
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। এই মোবাইলটির আয়তন হবে ১৬৩.২X৭৬X৭.৭ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৯৫ গ্রাম।
হার্ডওয়্যার:
রেডমি কে৪০ এস ফোনটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ৫জি অক্টাকোর প্রসেসর। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৬/৮/১২ জিবি র্যাম এবং ১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ভার্সন ১২। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.১, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। রেডমি কে৪০ এস মোবাইলটিতে দেওয়া হয়েছে ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ার এর লিথিয়াম আয়ন এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। এছাড়া ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হয়েছে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং। হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।
ক্যামেরাঃ
রেডমি কে৪০ এস তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ২০ মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০/১২০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই থাকবে এইচ ডি আর, প্যানোরামা, পোরট্রেইট এবং ই আই এস এর সুবিধা।
মূল্যঃ
রেডমি কে৪০ এস মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ২৩,৮৪৭ টাকা। মূল্য অনুযায়ী ফোনটির ফিচার দারুন দেওয়া হয়েছে।
The post ১২০ হার্জ এর রিফ্রেশ রেটে আসছে রেডমি কে৪০এস appeared first on Techzoom.TV.
0 Comments