বরখাস্ত হলে কত পাবেন টুইটারের সিইও

জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার কিনেছেন শীর্ষ ধনকুবের টেসলাখ্যাত এলন মাস্ক। সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি কিনতে তাকে গুণতে হয়েছে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার।

২০১৩ সাল থেকে টুইটার ছিল পাবলিক লিমিটেড কোম্পানি। আর এখন এটি ব্যক্তিগত প্রতিষ্ঠান। এতদিন টুইটার সামলাতেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়াল। গুঞ্জন উঠেছে টুইটারের মালিকানা হস্তান্তরের পর পরাগ হয়ত আর তার চেয়ার থাকতে পারবেন না। এলন তাকে সরিয়ে দেবে।

যদি জল্পনা তাই হয় তবে নিশ্চয়ই ক্ষতিপূরণ পাবেন সিইও পরাগ। কেমন তার ক্ষতিপূরণ? কত টাকাই বা তিনি পাবেন? এসব বিষয়ে জানতে নেট মাধ্যমে ঢুঁ মারছেন তরুণ প্রজন্ম।

টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলে তিনি ৪২ মিলিয়ন মার্কিন ডলার পাবেন। যা বাংলাদেশি মুদ্রায় ৩৬২ কোটি টাকা।

বাজার গবেষণা সংস্থা ইকুইলারের মতে, বর্তমান সিইও পরাগ আগরওয়ালকে যদি কোম্পানি বিক্রির ১২ মাসের মধ্যে টুইটার থেকে বরখাস্ত করে, তবে তিনি প্রায় ৪২ মিলিয়ন ডলার পাবেন।

এপ্রিল মাসের শুরু থেকেই টুইটার কেনার প্রস্তুতি নিচ্ছিলেন এলন। প্রথমে তিনি কোম্পানির ৯.২ % অংশীদারিত্ব কিনেছিলেন। আর সোমবার কিনে নিলেন পুরো কোম্পানিটি ।

যদিও ১৪ এপ্রিল একটি সিকিউরিটি ফাইলিংয়ে মাস্ক বলেছিলেন যে তিনি টুইটারের বর্তমান ম্যানেজমেন্টকে বিশ্বাস করেন না।

এর বাইরে কিছুদিন ধরেই টুইটারের নীতি নিয়ে ক্রমাগত প্রশ্ন তুলছিলেন মাস্ক। এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে, কোম্পানি হাতবদল হওয়ার পর আগরওয়ালকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

পরাগ আগরওয়ালের এক বছরের মূল বেতন এবং তার ইক্যুইটি অ্যাওয়ার্ডসের ত্বরান্বিত ন্যস্ততার ভিত্তিতে এই পরিমাণ অনুমান করেছে। ট্যুইটারের প্রতিনিধিরা ইকুইলারের এই অনুমান সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছেন।

পরাগ আগরওয়াল গত বছরের নভেম্বরে টুইটারের সিইও করা হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত এই তরুণ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

The post বরখাস্ত হলে কত পাবেন টুইটারের সিইও appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments