ক্রোম ব্রাউজারের ১০০তম ভার্সন উন্মুক্তের অংশ হিসেবে নতুন সিকিউরিটি আপডেট এনেছে গুগল।
বর্তমানে প্রযুক্তি জগতে সবচেয়ে বেশি উন্মুক্ত থাকা হাই সেভেরিটি জিরো ডে ভালনারেবিলিটির জন্য এ আপডেট আনা হয়েছে।
বাগটি ক্রোমের ভিএইট জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের জন্য ক্ষতিকর। রিডিং বা রাইটিংয়ের জন্য নির্দিষ্ট বাফার সীমানা পার হলে বাগটি ব্রাউজারকে জোরপূর্বক বন্ধ করে দেয় বা ক্র্যাশ করায়। এর মাধ্যমে সাইবার হামলাকারীরা ক্ষতিকর কোড পরিচালনায় সক্ষম।
The post ক্রোমের জন্য গুগলের নতুন সিকিউরিটি আপডেট appeared first on Techzoom.TV.
0 Comments