প্লে স্টোর থেকে এক ডজনের বেশি অ্যান্ড্রয়েড অ্যাপ মুছে দিয়েছে গুগল। অ্যাপগুলোতে ব্যবহারকারীর অজান্তে তার ফোন নম্বর, লোকেশন ডেটা এবং ইমেইল অ্যাড্রেসের মতো ব্যক্তিগত তথ্য চুরি করতে সক্ষম ক্ষতিকর কোড আছে জানার পর এই পদক্ষেপ নিয়েছে অ্যান্ড্রয়েড নির্মাতা।
প্লে স্টোর থেকে মুছে দেওয়া অ্যাপগুলোর মধ্যে বেশ কয়েকটি এক কোটিরও বেশিবার ডাউনলোড করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
মুছে দেওয়া অ্যাপগুলোর মধ্যে আছে কিউআর কোড স্ক্যানার, আবহাওয়াবিষয়ক অ্যাপ এবং একটি ইসলামিক অ্যাপ।
“নির্মাতা যেই হোক না কেন, গুগল প্লে’র সকল অ্যাপকে আমাদের নীতিমালা মানতে হবে,” বিবিসিকে বলেছেন এক গুগল মুখপাত্র।
The post ডেটা চুরির অভিযোগে এক ডজন অ্যাপ মুছে দিয়েছে গুগল appeared first on Techzoom.TV.

0 Comments