শীঘ্রই বাজারে আসছে রিয়েলমি ভি২৩

তরুণ প্রজন্মের স্টাইল ও চাহিদাকে বিবেচনায় নিয়ে রিয়েলমি বাজারে আনছে তাদের নতুন রিয়েলমি ভি-সিরিজের অধীনে রিয়েলমি ভি২৩ ফোন। নতুন ডিজাইনের পাশাপাশি এ স্মার্টফোনে রয়েছে অত্যাধুনিক সব ফিচার।

আসন্ন এই রিয়েলমি ভি-সিরিজের ফোনটিকে চায়না টেলিকম এর তালিকায় স্পট করা হয়েছে, যা দেশীয় বাজারে স্মার্টফোনটির আসন্ন লঞ্চের দিকেই ইঙ্গিত দেয়। এই তালিকাটি ফোনের রেন্ডারের পাশাপাশি এর মূল স্পেসিফিকেশন এবং প্রারম্ভিক মূল্যটিও প্রকাশ করেছে।

তালিকা অনুযায়ী, এই ডিভাইসে মিডিয়াটেক ডিমেন্সিটি ৮১০ চিপসেট, ওয়াটারড্রপ-স্টাইল নচ ডিসপ্লে এবং ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে। আবার এই তালিকায় স্মার্টফোনটিকে একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ তালিকাভুক্ত করা হয়েছে।

চায়না টেলিকম এর তালিকায় প্রকাশ করা হয়েছে, রিয়েলমি ভি২৩-এ ৬.৫৮ ইঞ্চির আইপিএস এলসিডি (২,৪০৮x১,০৮০ পিক্সেল) ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেটি একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ ডিজাইনের সাথেও দেখা যাবে। তালিকায় উল্লেখিত ফোনের প্রসেসরটির কোডনেম MT6833P, যা আদতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসরের সাথে যুক্ত। রিয়েলমি ভি২৩-এ ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বাধিক ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া, আসন্ন রিয়েলমি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালার ওএস ১২ কাস্টম স্কিনে চলবে।

এই তালিকাটি রিয়েলমি ভি২৩ এ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের সেন্সর সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট উপস্থিত থাকবে। আবার সেলফির জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

রিয়েলমি ভি২৩-এ নিরাপত্তার জন্য একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে আশা করা হচ্ছে। সবশেষে লিস্টিং অনুযায়ী, আসন্ন রিয়েলমি হ্যান্ডসেটটি শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে।

The post শীঘ্রই বাজারে আসছে রিয়েলমি ভি২৩ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments