চীনে আবারও বেড়েছে করোনাভাইরাসের প্রকোপ। এই অবস্থায় দেশটিতে মঙ্গলবার থেকে টেক জায়ান্ট অ্যাপলের আইফোন উৎপাদন বন্ধ রয়েছে। অ্যাপলের সঙ্গে একত্রিত হয়ে পেগাট্রনের কারখানায় তৈরি করা হতো আইফোন। সংস্থাটি জানিয়েছে, চীনের সাংহাই এবং কুনশান প্ল্যান্টের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
জানা যায়, গত ৭ এপ্রিল থেকে সাংহাই এবং কুনশান শহরে ১৬১টি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে, তাদের মধ্যে ৪১টি ইলেক্ট্রনিক্স প্রতিষ্ঠান রয়েছে। ধারণা করা হচ্ছে- এর ফলে প্রযুক্তি পণ্যের বাজারে চিপ সংকট দেখা দিতে পারে।
টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের বিশ্লেষক মিং-চি কুও বলেন, চীনে এপ্রিলের শেষের দিকে বা মে মাসের শুরুতে উৎপাদন সম্ভব কি না- তা ঠিক বলা যাচ্ছে না। উৎপাদন বন্ধ হওয়াতে চীনের বাজারের অ্যাপল পণ্যের চাহিদা কমবে।
পুনরায় উৎপাদন শুরু হলে প্রযুক্তি পণ্যের চাহিদা বেড়ে যাবে, তখন পণ্য ডেলিভারি দিতে বিলম্ব হতে পারে বলেও জানান এই বিশ্লেষক।
The post চীনে আইফোন উৎপাদন বন্ধ appeared first on Techzoom.TV.
0 Comments