চালু হলো ১ বছর মেয়াদের ‘মেয়াদহীন’ মোবাইল ইন্টারনেট প্যাকেজ!

সারা দেশে মোবাইল ইন্টারনেটে আনলিমিটেড ডাটা প্যাকেজ চালু হয়েছে। একইসঙ্গে দেওয়া হয়েছে নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজের ঘোষণাও।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঢাকার রমনায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ভবনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মোবাইল ইন্টারনেটের এ দুটি সেবা উদ্বোধন করেন।

আনলিমিটেড ডাটা প্যাকেজের মধ্যে প্রাথমিকভাবে গ্রামীণফোনে ১,০৯৯ টাকায় ১৫ জিবি এবং ৪৪৯ টাকায় ৫ জিবি ইন্টারনেট প্যাকেজ কেনা যাবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।

এছাড়া, রবিতে ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিংকে ৩০৬ টাকায় ৫ জিবি এবং টেলিটকে ৩০৯ টাকায় ২৬ জিবি এবং ১২৭ টাকায় ৬ জিবি ইন্টারনেট প্যাকেজ পাওয়া যাবে।

তবে নামকরণে আনলিমিটেড বা মেয়াদবিহীন বলা হলেও কারিগরি সীমাবদ্ধতার কারণে এর সর্বোচ্চ মেয়াদকাল হবে এক বছর।

মোবাইল ইন্টারেনেটে আনলিমিটেড ডাটা প্যাকেজের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, কমিশনার মহিউদ্দিন আহমেদ, কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন প্রমুখ।

 

The post চালু হলো ১ বছর মেয়াদের ‘মেয়াদহীন’ মোবাইল ইন্টারনেট প্যাকেজ! appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments