বিশ্বের অনেক টেক জায়ান্টের স্মার্টওয়াচের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করছে মার্কিন টেক জায়ান্ট গুগল। এবার গুগল নিজেই নেমে পড়ল স্মার্টওয়াচ ব্যবসায়। সম্প্রতি হয়ে গেল গুগলের আইও সম্মেলন। সেখানেই গুগল ঘোষণা দেয় তাদের প্রথম স্মার্টওয়াচের। ডিভাইসটির নামকরণ করা হয়েছে পিক্সেল ওয়াচ।
গুগল বলছে, পিক্সেল ওয়াচে ফিটবিট সংযুক্ত থাকবে। এর ফলে হার্টরেট, স্বাস্থ্যগত পরিসংখ্যান এবং ঘুমের তথ্য জানা যাবে। সাথে গুগলের অন্যান্য ফিচার তো থাকছেই। গোল মডেলের এই স্মার্টওয়াচের ব্যান্ড কাস্টমাইজ করেও কেনা যাবে। এখন শুধু বাজারে আসার অপেক্ষা।
স্মার্টফোন ছাড়াই এই স্মার্টওয়াচ থেকে টার্ন বাই টার্ন নেভিগেশন দেখে নেওয়া যাবে। নিয়ন্ত্রণ করা যাবে বাড়ির সব স্মার্টহোম ডিভাইস। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাজারে আসতে পারে পিক্সেল ওয়াচ।
গুগলের প্রতিনিধি ওস্টারল বলেন, পিক্সেল ওয়াচের পুরোটাই তৈরি করেছে গুগল। অন্যান্য প্রতিষ্ঠান তাদের তৈরি ডিভাইসের কিছু অংশ অন্য প্রতিষ্ঠান দিয়ে তৈরি করে থাকে। তবে গুগল তাদের ওয়াচের ক্ষেত্রে তা করবে না।
The post এবার স্মার্টওয়াচ আনল গুগল appeared first on Techzoom.TV.
0 Comments