মোবাইল ফোন যোগাযোগব্যবস্থাকে সহজ করেছে। এর ব্যবহারের ব্যাপকতা বেড়েই চলেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এর জনপ্রিয়তা বাড়িয়ে তুলছে। বিশ্বে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ৭০০ কোটি ছাড়িয়ে গেছে। নানা দামের মোবাইল ফোন পাওয়া যায় বাজারে। দামি ফোনের পাশাপাশি রয়েছে কম দামি মোবাইল ফোনও।
বাংলাদেশের বাজারে বিশ্বে জনপ্রিয় প্রায় সব মোবাইল ফোন ব্র্যান্ড রয়েছে। এর সঙ্গে রয়েছে দেশীয় কিছু ব্র্যান্ডও। এর মধ্যে যে ব্র্যান্ডগুলো দেশের বাজারে জনপ্রিয়তা পেয়েছে—
১. আইফোন
২. হুয়াওয়ে
৩. গুগল পিক্সেল
৪. ওয়ান প্লাস
৫. শাওমি
৬. অপো
৭. স্যামসাং
৮. টেকনো
৯. ভিভো
১০. রিয়েলমি
১১. ইনফিনিক্স
১২. নকিয়া
১৩. মটোরোলা
১৪. সিম্ফোনি
১৫. ওয়ালটন
The post বাংলাদেশের জনপ্রিয় ১৫টি মোবাইল ফোন ব্র্যান্ড appeared first on Techzoom.TV.

0 Comments