টেক্সাসে নকিয়ার নতুন সাইবার নিরাপত্তা পরীক্ষণ ল্যাব

টেক্সাসের ডালাসে নতুন অ্যাডভান্সড সিকিউরিটি টেস্টিং অ্যান্ড রিসার্চ (এএসটিএআর) এন্ড টু এন্ড ফাইভজি টেস্টিং ল্যাব চালু করেছে ফিনল্যান্ডভিত্তিক টেলিকম কোম্পানি নকিয়া।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নকিয়া জানায়, নিরাপদ সমাধান ও সম্ভাব্য নেটওয়ার্ক-সংক্রান্ত হুমকি প্রশমনে এএসটিএআরের সার্বিক পদক্ষেপ আলাদা নেটওয়ার্ক উপাদানের বাইরেও বিস্তৃত হবে। প্রতিষ্ঠানটি আরো জানায়, ফাইভজি প্রযুক্তির বর্তমান যুগে যোগাযোগ প্রযুক্তির পরিবেশের পাশাপাশি নিরাপত্তা হুমকিতেও পরিবর্তন আসছে।

প্রযুক্তি খাতে ফাইভজির বিস্তৃত ব্যবহার, বিভিন্ন এন্ডপয়েন্টের উপস্থিতি এবং ওপেন-সোর্স সফটওয়্যারের বহুল ব্যবহারে সাইবার হামলার আরো ক্ষেত্র তৈরি হচ্ছে। যা স্থিতিশীল ও নিরাপদ নেটওয়ার্ক ব্যবস্থা নিশ্চিতের বিষয়ে গুরুত্বারোপ করছে।

The post টেক্সাসে নকিয়ার নতুন সাইবার নিরাপত্তা পরীক্ষণ ল্যাব appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments