আসছে ইনফিনিক্স নোট ১২ জি৯৬

ইনফিনিক্স মোবাইল গত বছর থেকে মোবাইলের বাজারে বেশ সারা ফেলেছে। একের পর এক ভাল মোবাইল দিয়েই চলেছে। এবার নতুন করে নিয়ে আসছে ইনফিনিক্স নোট ১২ জি৯৬। এই মোবাইলটিতে দেওয়া হয়েছে অত্যাধুনিক সবরকম সুযোগ সুবিধা। এটি একটি মিড বাজেটের ফোন হতে চলেছে উক্ত কোম্পানীটির। চলতি মাসেই লঞ্চ করা হবে ফোনটির। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।

ডিসপ্লেঃ
ইনফিনিক্স নোট ১২ জি৯৬ মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে। এই ফোনটির স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। এছাড়া এই ফোনটির পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩৯৩।

বডিঃ
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। ডুয়েল সিম ব্যাবহার করা যাবে এই ফোনটিতে। এই মোবাইলটির আয়তন হবে ১৬৪.৬X৭৬.৮X৮ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৮৫ গ্রাম।

হার্ডওয়্যার:
ইনফিনিক্স নোট ১২ জি৯৬ ফোনটির চিপসেট দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৬ অক্টাকোর প্রসেসর। এছাড়া জি পি ইউ দেওয়া হয়েছে এ আর এম মালি জি ৫৭ এম সি ২। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ভার্সন ১২। ৪জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ , ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। ইনফিনিক্স নোট ১২ জি৯৬ মোবাইলটির ব্যাটারীটি দেওয়া হয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর। এছাড়া ফোনটির সাথে দেওয়া হয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।

ক্যামেরাঃ
ইনফিনিক্স নোট ১২ জি৯৬ তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড, ২ মেগাপিক্সেলের ডেপথ এবং অপরটি হবে একটি কিউ ভি জি এ সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি সেন্সর। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই থাকবে এইচ ডি আর, প্যানোরামা, পোরট্রেইট, বিউটি মোড, কোয়াড এল ই ডি ফ্ল্যাশ এর সুবিধা।

মূল্যঃ
ইনফিনিক্স নোট ১২ জি৯৬ মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ১৭,৪৭৯ টাকা।

The post আসছে ইনফিনিক্স নোট ১২ জি৯৬ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments