ভিভো মোবাইল সবসময় তার এস সিরিজের ফোনগুলো নতুন চমকের সাথে নিয়ে আসে। এবার তারই ধারাবাহিকতা বজায় রাখতে নতুন করে নিয়ে আসছে ভিভো এস ১৫ মোবাইল। এটি একটি মিড বাজেটের ফোন হতে চলেছে উক্ত কোম্পানীটির। উক্ত ফোনটিতে প্রায় সবরকম সুযোগ সুবিধা মিলবে। চলতি মাসেই লঞ্চ করা হবে ফোনটির। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
ডিসপ্লেঃ
ভিভো এস ১৫ মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৫৬ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড, এফ এইচ ডি+ ডিসপ্লে। এই ফোনটির স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। এছাড়া এই ফোনটির সাথে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর রিফ্রেশ রেট।
বডিঃ
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। ডুয়েল সিম ব্যাবহার করা যাবে এই ফোনটিতে। এই মোবাইলটির আয়তন হবে ১৬১.০৯X৭৪.৩১X৮.০৮ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৯৮ গ্রাম।
হার্ডওয়্যার:
ভিভো এস ১৫ ফোনটির চিপসেট দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮৭০ অক্টাকোর প্রসেসর। এছাড়া জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৬৫০। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৮/১২ জিবি র্যাম এবং ১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ভার্সন ১২। ৫জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.৩, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। ভিভো এস ১৫ মোবাইলটির ব্যাটারীটি দেওয়া হয়েছে ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ার এর। এছাড়া ফোনটির সাথে দেওয়া হয়েছে ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং। হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।
ক্যামেরাঃ
ভিভো এস ১৫ তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৬৪ মেগাপিক্সেলের ওয়াইড, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি সেন্সর। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই থাকবে এইচ ডি আর, প্যানোরামা, গাইরো- ই আই এস, ৪কে ভিডিও রেকর্ডিং এর সুবিধা।
মূল্যঃ
ভিভো এস১৫ মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৩৫,২২৯ টাকা। কালো, নীল এবং সোনালী রঙ এ পাওয়া যাবে ফোনটি।
The post ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে ভিভো এস১৫ appeared first on Techzoom.TV.
0 Comments