বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রায় চলছে মটোরোলার বিভিন্ন লাইফস্টাইল পণ্যের উপরে ৬০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় অফার। “মটো টেক লাইফ ফেস্ট” নামে এই ক্যাম্পেইনটি চলবে পুরো জুন মাস।
লাইফস্টাই পণ্যের মধ্যে রয়েছে হেডফোন, স্পিকার সহ আরও অন্যান্য পণ্য। হেডফোনের মধ্যে রয়েছে মটোরোলা ভার্ভ বাডস ১০০, মটোরোলা এসকেপ ২২০ ও মটোরোলা পেস ১১৫ ও ১৪৫, এয়াবাডস স্পোর্টস, এয়ারবাডস ৩ ও পালস ১২০ আর স্পিকারের মধ্যে রয়েছে মটোরোলার সনিক বুস্ট ২২০ ইত্যাদি।
অফার সম্পর্কে সেলেক্সট্রার ম্যানেজিং ডিরেক্টর সাকিব আরাফাত বলেন, মটোরোলার অরিজিনাল লাইফস্টাইল প্রোডাক্ট এর একমাত্র পরিবেশক হিসাবে সেলেক্সট্রা লিমিটেড চেষ্টা করে যাচ্ছে অরিজিনাল প্রোডাক্ট ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য। সেই লক্ষে এই টেক লাইফ ফেস্ট থেকে ক্রেতারা অভাবনীয় মূল্যে সর্বোচ্চ ৬০% পর্যন্ত মুল্যছাড়ে এসব লাইফস্টাইল প্রোডাক্ট ক্রয় করতে পারবে, সাথে থাকছে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি। তিনি আরও বলেন, আগামী দিন গুলোতেও সেলেক্সট্রা লিমিটেড সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের পণ্য ক্রেতাদের হাতে পৌঁছে দিতে বদ্ধপরিকর।
মটোরোলার এই অফার ছাড়াও যারা নগদের মাধ্যমে এসব পণ্যের মূল্য পরিশোধ করবেন তারা পাবেন দশ শতাংশ ক্যাশব্যাক অফার। এই অফারে একজন ক্রেতা নগদ থেকে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পেতে পারেন। প্রতিটি পণ্যে নির্ধারিত ছাড় সম্পর্কে বিস্তারিত দেখার জন্য অনলাইন শপ সেলেক্সট্রা ডট কম ডট বিডিতে (www.salextra.com.bd) ভিজিট করতে পারেন।
The post সেলেক্সট্রা দিচ্ছে মটোরোলার লাইফস্টাইল পণ্যে মাসব্যাপী ছাড় appeared first on Techzoom.TV.

0 Comments