স্মার্টফোন চিপ বিক্রিতে একসময় কোয়ালকমের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করলেও সম্প্রতি বেশ পিছিয়ে পড়েছে স্যামসাং। চলতি বছরের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ স্মার্টফোন চিপসেট বিক্রেতা ব্র্যান্ড হিসেবে চতুর্থ স্থানে নেমে এসেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। খবর স্যামমোবাইল।
বাজার বিশ্লেষক সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, প্রথম প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন চিপ বিক্রিতে স্যামসাংয়ের হিস্যা মাত্র ৭ শতাংশ। শীর্ষ ব্র্যান্ড কোয়ালকমের হিস্যা ৪৪ শতাংশ। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা অ্যাপল ও মিডিয়াটেকের বাজার হিস্যা যথাক্রমে ২৬ ও ১৯ শতাংশ।
উদীয়মান স্মার্টফোন চিপসেট নির্মাতা কোম্পানি ইউনিসকের বাজার হিস্যা ৩ শতাংশে দাঁড়িয়েছে। সাশ্রয়ী স্মার্টফোন বাজারে শক্ত অবস্থানের মাধ্যমে বাজার হিস্যা বেড়েছে চীনভিত্তিক কোম্পানিটির। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বিপর্যস্ত হুয়াওয়ের বাজার হিস্যা মাত্র ১ শতাংশ।
কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদনে বলা হয়, এক্সিনোজ ১২৮০ উন্মোচনের ফলে গত বছরের চতুর্থ প্রান্তিকের চেয়ে বিক্রি বেড়েছে স্যামসাংয়ের। নিজস্ব চিপসেটটি ব্যবহূত হয়েছে গ্যালাক্সি এ৩৩ ফাইভজি, গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ও গ্যালাক্সি এম৩৩ ফাইভজি ফোনে। তবে গ্যালাক্সি এস২২ সিরিজে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহূত হয়েছে।
ভবিষ্যতে ফ্ল্যাগশিপ গ্যালাক্সি স্মার্টফোনে নিজেদের কাস্টম চিপসেট ব্যবহারের ওপর জোর দেবে স্যামসাং, এমন আভাস পাওয়া যাচ্ছে। এ ধরনের চিপসেট নির্মাণে এক হাজার প্রকৌশলীর একটি টিম তৈরি করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। ২০২৫ সালে উন্মোচিত গ্যালাক্সি এস২৫ ফোনে এ ধরনের চিপসেট ব্যবহূত হতে পারে বলে আশা করা হচ্ছে।
The post স্মার্টফোন চিপসেট বিক্রিতে চতুর্থ স্থান স্যামসাংয়ের appeared first on Techzoom.TV.

0 Comments