৮২৬১ টাকার কিস্তিতে কিনুন হি‌রো হাঙ্ক মোটরসাইকেল

মাত্র ৮২৬১ টাকায় কিনুন হিরো হাঙ্ক মোটরসাইকেল। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি! রয়েল অটো দিচ্ছে এই সুযোগ। তবে এককালীন ডাউনপেমেন্ট দিতে হবে। প্রতি মাসে কিস্তিতে দিতে হবে ৮২৬১ টাকা।

এবিএস ফিচার সমৃদ্ধ বাইক কেনার স্বপ্ন হয়তো অনেকেই দেখছেন। কিন্তু একসঙ্গে এতগুলো টাকা ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠে না। এদের স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে রয়েল অটো। তারা হিরো হাঙ্ক মোটরসাইকেল কিস্তিতে বিক্রির ঘোষণা দিয়েছে।

হিরো হাঙ্ক এবিএস সমৃদ্ধ মডার্ন ও স্টাইলিশ বাইক। এতে আছে মনোশক সাসপেনশন, পাওয়ারফুল ইঞ্জিন এবং সুপার কন্ট্রোলিং ফিচার। মাসকুলার এই বাইকটি ১৫০ সিসির।

রেজিস্ট্রেশনসহ মাত্র ৭৫ হাজার টাকা ডাউনপেমেন্ট দিয়ে বাইকটি কেনা যাবে। বাকি টাকা ১৮ মাসের সহজ কিস্তিতে পরিশোধ করা যাবে। মাসে প্রতি কিস্তি ৮২৬১ টাকা।

হিরোর ৫ বছরের ওয়ারেন্টিসহ সকল সার্ভিস সুবিধা পাওয়া যাবে।

ঢাকা শহরের রয়েল অটোর শোরুমে এই কিস্তি সুবিধা মিলবে।

The post ৮২৬১ টাকার কিস্তিতে কিনুন হি‌রো হাঙ্ক মোটরসাইকেল appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments