ডাইমেনসিটি ৯০০০ প্লাস চিপসেট উন্মোচন মিডিয়াটেকের

ডাইমেনসিটি ৯০০০ প্লাস নামে সম্প্রতি স্মার্টফোনের নতুন একটি চিপসেট উন্মোচন করেছে মিডিয়াটেক। কয়েক মাস আগে উন্মোচিত ডাইমেনসিটি ৯০০০ চিপসেটের চেয়ে যা আরো শক্তিশালী। মূলত কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ ও স্যামসাংয়ের এক্সিনোজ ২২০০ চিপসেটের সঙ্গে টেক্কা দিতে ফ্ল্যাগশিপ এ চিপসেট এনেছে তাইওয়ানের সিনচুুভিত্তিক কোম্পানিটি। খবর স্যামমোবাইল।

মাত্র কয়েক সপ্তাহ আগেই স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেনারেশন ১ বাজারে আসে। সংশ্লিষ্টদের ধারণা, এরই জবাব দিল মিডিয়াটেক।

তথ্যমতে, এক্সিনস ২২০০ চিপসেটের থেকে তুলনামূলক উন্নত মানের হবে ডাইমেনসিটি ৯০০০ প্লাস। টিএসএমসির ৪ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করে এ চিপসেট তৈরি হয়েছে।

এ বিষয়ে মিডিয়াটেক বলেছে, নতুন চিপসেটটি ব্যবহারে সিপিইউর কার্যক্ষমতা ৫ শতাংশ বাড়বে। জিপিইউর ক্ষেত্রে এ বৃদ্ধির হার হবে ১০ শতাংশ। এতে থাকছে ৮ মেগাবাইটের এল৩ ক্যাশ, ৬ মেগাবাইটের সিস্টেম-লেভেল ক্যাশ। অন্যান্য উন্নত মানের চিপের মতোই এটি ইউএফএস ৩ দশমিক ১ স্টোরেজ ধারণে সক্ষম।

The post ডাইমেনসিটি ৯০০০ প্লাস চিপসেট উন্মোচন মিডিয়াটেকের appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments