কমদামে নকিয়ার নতুন ফোন, এক চার্জে চলবে ৩ দিন

এক সময়ের বিশ্ব কাঁপানো ফিনল্যান্ডের টেক জায়ান্ট নকিয়া বাজারে তাদের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে। ফোনটির মডেলে নকিয়া জি১১ প্লাস। নকিয়া জি১১ এর আপডেটেড ভার্সন। প্রতিষ্ঠানটির দাবি, একবার চার্জে টানা তিনদিন চলবে ফোনটি। পাশাপাশি তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

নকিয়ার নতুন এই ফোনে থাকছে ৬.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। বড় ডিসপ্লের সুবিধা থাকায় স্বাচ্ছন্দ্য গেম খেলা যাবে। রিফ্রেশ রেট ৯০ হার্জ এবং রেজুলেশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল।

নকিয়া জি১১ প্লাসে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর ইউনিসক টি৬০৬ প্রসেসর। যদিও এই প্রসেসর নিয়ে মার্কেটে অনেক সমালোচনা আছে। একটি গবেষক দল দাবি করেছেন, ইউনিসকের প্রসেসর ব্যবহারে ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।

ফোনটিতে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা। যার প্রাথমিক লেন্স ৫০ মেগাপিক্সেল ও দ্বিতীয়টি ২ মেগাপিক্সেল। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

অ্যান্ড্রয়েড ১২ চালিত ফোনটিতে রয়েছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম। নিরাপত্তার জন্য পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে।

কানেক্টিভিটিতে ব্যবহার করা হয়েছে ফোরজি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস/এ-জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট। এছাড়াও আছে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক।

৪ হাজার এমএএইচ ব্যাটারির ফোনটি চারকোল গ্রে ও লেক ব্লু রঙে কিনতে পাওয়ার যাবে। ফোনটির দাম ১৩ হাজার টাকা।

 

The post কমদামে নকিয়ার নতুন ফোন, এক চার্জে চলবে ৩ দিন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments