স্যামসাংয়ের ফোল্ডেবল ডিভাইস বিক্রি ১ কোটি ইউনিট ছাড়িয়েছে

শিগগিরই নতুন ফোল্ডেবল ফোন আনতে যাচ্ছে স্যামসাং। আগামী ১০ আগস্ট পণ্য উন্মোচন অনুষ্ঠানের আগে কোম্পানির চিপ অব মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) ড. টিএম রোহ জানান, গত এক বছরে স্যামসাংয়ের বৈশ্বিক ফোল্ডেবল ফোন বিক্রি এক কোটি ইউনিট ছাড়িয়েছে। পূর্ববর্তী বছরের চেয়ে বিক্রি বেড়েছে ৩০০ শতাংশ।

স্যামসাং নিউজরুমে শেয়ার করা এক বিবৃতিতে তিনি আরো জানান, স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের ৭০ শতাংশই ছিল ক্ল্যামশেল।

১০ আগস্টের পণ্য উন্মোচন অনুষ্ঠানে গ্যালাক্সি জি ফোল্ড ৪ ও ফ্লিপ ৪ ফোল্ডেবল ফোন উন্মোচন করবে স্যামসাং। এতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান। ১৬ জিবি র‌্যাম ১ টেরাবাইট স্টোরেজ থাকছে নতুন সিরিজে। ফোল্ডেবল সিরিজের পাশাপাশি গ্যালাক্সি ওয়াচ সিরিজ ৫ আনবে স্যামসাং।

The post স্যামসাংয়ের ফোল্ডেবল ডিভাইস বিক্রি ১ কোটি ইউনিট ছাড়িয়েছে appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments