অলড্রিনের সেই চাঁদের পোশাক নিলামে বিক্রি

চাঁদের বুকে পা রাখা দ্বিতীয় মানুষ ছিলেন মার্কিন মহাকাশচারী বাজ অলড্রিন। তিনি যে জ্যাকেট পরে চাঁদে গিয়েছিলেন, সেই পোশাকটি বিক্রি হয়ে গেছে নিলামে। তবে যেনতেন দাম নয়, একেবারে ২৮ লাখ মার্কিন ডলার।

আজ থেকে ৫৩ বছর আগে ১৯৬৯ সালের ২০ জুলাই মানুষ প্রথম চাঁদের মাটিতে পা রাখে। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার অ্যাপেলো-১১ মহাকাশযানে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা করেন- নিল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স ও বাজ অলড্রিন। এরমধ্যে নিল আর্মস্ট্রং পৃথিবীর প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা রাখেন। তার ঠিক ১৯ মিনিট পরে চাঁদের বুকে পদার্পণ করেন বাজ অলড্রিন।

চাঁদে অভিযানের তিন মার্কিন মহাকাশচারীর মধ্যে এখন কেবল বেঁচে আছেন অলড্রিন। বর্তমানে ৯২ বছরের বৃদ্ধ অলড্রিন তার ব্যক্তিগত কিছু জিনিসপত্র বিক্রি করে দিয়েছেন। এরমধ্যে রয়েছে চাঁদে যাওয়ার সময় তার পরনে থাকা বিশেষ জ্যাকেটটিও। বাম কাঁধে মার্কিন পতাকা ও ডানপাশে বুকপকেটে নাসার লোগো লাগানো সেই চাঁদের পোশাক।

নিউইয়র্কের বিখ্যাত নিলামঘর সথবি অলড্রিনের চাঁদের পোশাক নিলামে উঠায়। মার্কিন মহাকাশচারীদের ঐতিহাসিক প্রত্নবস্তুর মধ্যে অলড্রিনের জ্যাকেটটিই সর্বোচ্চ ২.৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়।

সথবি জানায়, অলড্রিনের জিনিসপত্রের নিলাম সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। এতে টেলিফোনে অংশ নিয়ে এক ব্যক্তি চাঁদের পোশাকটি কেনেন। তবে তার নাম-পরিচয় প্রকাশ করেনি নিলামঘর কর্তৃপক্ষ।

অলড্রিন জানান, চাঁদের সেই ভিন্ন পরিবেশে জ্যাকেটটি পরে আরামই অনুভব করেছিলেন তিনি।

জ্যাকেটি অগ্নিরোধী বিশেষ উপাদান ‘বেটা ক্লোথ’ দিয়ে তৈরি, যাকে বলে সিনথেটিক টেফলন। জ্যকেটটিসহ অলড্রিনের ব্যবহৃত ৬৯টি জিনিস নিলামে বিক্রি হয়েছে মোট ৮২ লাখ ডলার।

The post অলড্রিনের সেই চাঁদের পোশাক নিলামে বিক্রি appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments