জুলাইয়ের শেষে হারমোনি ওএস ৩ উন্মোচন করবে হুয়াওয়ে

চলতি মাসের শেষ দিকে হারমোনি অপারেটিং সিস্টেমের তৃতীয় সংস্করণ বাজারে আনতে যাচ্ছে হুয়াওয়ে। হুয়াওয়ের দাবি নতুন অপারেটিং সিস্টেমে বেশকিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে যোগাযোগ, পেজেস, সহযোগিতা ও ইউএক্সসহ বিভিন্ন বিষয় রয়েছে।

উইবোর অফিশিয়াল অ্যাকাউন্টে দেয়া এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, ২৭ জুলাই পরবর্তী প্রজন্মের হারমোনি অপারেটিং সিস্টেম ৩ আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হবে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর গুগলসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ হারায় হুয়াওয়ে। ফলে প্রতিষ্ঠানটি তাদের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা থেকেও বঞ্চিত হয়। এরপর ২০১৯ সালের ৯ আগস্ট প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি হারমোনি অপারেটিং সিস্টেম বাজারে নিয়ে আসে। দুটি সংস্করণের পর এবার চীনের বাজারে তৃতীয় সংস্করণটি আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেমের বাজার হিস্যা দিন দিন বাড়ছে। এর আগে হুয়াওয়ের ইউ চেংডু দাবি করেন, বর্তমানে ৩০ কোটি ডিভাইসে এ অপারেটিং সিস্টেম ব্যবহার হচ্ছে। এর মধ্যে ২০ কোটি ডিভাইস ইকোসিস্টেমের অন্তর্ভুক্ত এবং বাকি ১০ কোটি থার্ড পার্টি পণ্যের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। গত মাসে হুয়াওয়ে হারমোনি ওএস ৩-এর জন্য ডেভেলপার বেটা ভার্সন উন্মুক্ত এবং নিয়োগ কার্যক্রম শুরু করে। বেটা ভার্সনটি পি৫০ সিরিজ, দ্য মেট ৪০ সিরিজ ও ২০২১ সালে বাজারে আসা মেটপ্যাড প্রো ১২ দশমিক ৬ ইঞ্চিতে ব্যবহার করা যাচ্ছে। নিজস্ব অপারেটিং সিস্টেমের তৃতীয় সংস্করণের পাশাপাশি লঞ্চ ইভেন্টে আরো কিছু পণ্য উন্মোচনের প্রস্তুতিও নিচ্ছে চীনের প্রযুক্তি জায়ান্টটি। যেখানে হারমোনি ওএস ৩ পরিচালিত প্রথম স্মার্ট টেলিভিশনও রয়েছে।

The post জুলাইয়ের শেষে হারমোনি ওএস ৩ উন্মোচন করবে হুয়াওয়ে appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments