মোবাইলে সময় ব্যয় না করে জীবনকে উপভোগ করুন: মার্টিন কুপার

সম্প্রতি বিবিসিকে একটি ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন মোবাইল ফোনের উদ্ভাবক মার্টিন কুপার। সেই সাক্ষাৎকারে তিনি মানুষকে মোবাইলে সময় ব্যয় না করে জীবনকে উপভোগ করার পরামর্শ দিয়েছেন।

মার্টিন কুপারকে অনুষ্ঠানের উপস্থাপক জেইন ম্যাককাবিন প্রশ্ন করেন, আমার মতো যারা দিনে পাঁচ ঘণ্টা পর্যন্ত ফোন ব্যবহার করেন, তাঁদের কী বলবেন? এ প্রশ্নের জবাবে মার্টিন কুপার অবাক হয়ে বলেন, আপনি সত্যিই দিনে পাঁচঘণ্টা মোবাইল ফোন ব্যবহার করেন? জীবনটাকে একটু উপভোগ করুন।

সাক্ষাৎকারে মার্টিন কুপার জানান, তিনি নিজেই দিনের মাত্র ৫ শতাংশেরও কম সময় স্মার্টফোন ব্যবহার করেন।

উল্লেখ্য, ১৯৭৩ সালে মোবাইল ফোন আবিষ্কার করেন মার্টিন কুপার। ফোনটির নাম ছিল মোটোরোলা ডায়না টিএসি ৮০০০ এক্স। ফোনটি আড়াই পাউন্ড ওজনের এবং ১০ ইঞ্চি লম্বা ছিল। চার্জ হতে সময় লাগতো ১০ ঘণ্টা।

The post মোবাইলে সময় ব্যয় না করে জীবনকে উপভোগ করুন: মার্টিন কুপার appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments