সম্প্রতি গ্যালাক্সি এ০৩ মডেলের ফোন উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। যা স্মার্টফোনপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এরই ধারাবাহিকতায় গ্যালাক্সি এ০৩ উত্তরসূরি গ্যালাক্সি এ০৪ নিয়ে এলো প্রতিষ্ঠানটি। উন্নত ক্যামেরা ও বড় ব্যাটারির মতো ফিচার রয়েছে স্যামসাংয়ের এন্ট্রি লেভেলের এই ফোনটিতে।
গ্যালাক্সি এ০৪ ফোনের পেছনে রয়েছে ডুয়াল-ক্যামেরা সেটাপ ও এলইডি ফ্ল্যাশ। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার পাশাপাশি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে ফোনটিতে। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। গুগলের অপারেটিং সিষ্টেম অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই কোর ৪.১ আছে এতে।
ওয়াটার ড্রপ নচ ডিসপ্লের ফোনটিতে থাকছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি প্যানেল। অক্টা-কোর এক্সিনোস ৮৫০ প্রসেসরের ফোনে রয়েছে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ফোনটির স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুযোগও আছে।
৫০০০ এমএএইচ ব্যাটারি ফোনটিতে ডুয়াল সিম সাপোর্ট, ফোরজি, ব্লুটুথ ৫, ইউএসবি-সি এর মত প্রয়োজনীয় সব ফিচার আছে।
ফোনটির কিনতে গুনতে হবে ১২৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার টাকা।
The post স্যামসাংয়ের ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন appeared first on Techzoom.TV.
0 Comments