জেডটিই মোবাইল বিগত বছর ধরে সনামধন্যের সাথে ব্যবসা করে যাচ্ছে। নানাবিধ ফিচারে আসছে এই ফোনটি যার ফলাফল সাফল্যমন্ডিত। জেড টি ই মোবাইল এবার নতুন করে নিয়ে আসছে জেড টি ই নুবিয়া রেড ম্যাজিক ৭এস। এটি একটি মিড বাজেটের ফোন হতে চলেছে উক্ত কোম্পানীটির। সম্প্রতি লঞ্চ করা হয়েছে ফোনটির। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
ডিসপ্লেঃ
জেড টি ই নুবিয়া রেড ম্যাজিক ৭এস মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৮ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে। এই ফোনটির স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ১৬৫ হার্জ এর রিফ্রেশ রেট যার ফলে ফোনটি খুব ফাস্ট কাজ করবে। এছাড়া এর পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩৮৭।
বডিঃ
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। ডুয়েল সিম ব্যাবহার করা যাবে এই ফোনটিতে। উক্ত ফোনটির আয়তন হবে ১৭০.৬X৭৮.৩X৯.৫ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ২১৫ গ্রাম।
হার্ডওয়্যারঃ
জেড টি ই নুবিয়া রেড ম্যাজিক ৭এস ফোনটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ অক্টাকোর প্রসেসর এবং জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৭৩০। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৮/১২/১৬ জিবি র্যাম এবং ১২৮/২৫৬/৫১২ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ভার্সন ১২। ৫জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.২ , ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। জেড টি ই নুবিয়া রেড ম্যাজিক ৭এস মোবাইলটির ব্যাটারীটি দেওয়া হয়েছে ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ার এর। এছাড়া ফোনটির সাথে দেওয়া হয়েছে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।
ক্যামেরাঃ
জেড টি ই নুবিয়া রেড ম্যাজিক ৭এস তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৬৪ মেগাপিক্সেলের ওয়াইড, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের টেলিফটো ম্যাক্রো সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০/১২০/২৪০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই থাকবে এইচ ডি আর, প্যানোরামা, এল ই ডি ফ্ল্যাশ এর সুবিধা।
মূল্যঃ
জেড টি ই নুবিয়া রেড ম্যাজিক ৭এস মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৫৬,৫৮৬ টাকা। কালো এবং ধূসর রঙ এ পাওয়া যাবে ফোনটি। ফোনটি আমার কাছে খুব ভাল লেগেছে।
The post জেডটিই নুবিয়া রেড ম্যাজিক ৭এসঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন appeared first on Techzoom.TV.

0 Comments