আগামী বছর বা ২০২৩ সাল নাগাদ পিক্সেল অ্যান্ড্রয়েড ট্যাবলেটের দ্বিতীয় সংস্করণ বা প্রো ভার্সন বাজারে আনতে পারে গুগল। বর্তমানে এ ডিভাইসের উন্নয়নেই কাজ করছে প্রযুক্তি জায়ান্টটি।
সার্চ ইঞ্জিন জায়ান্টটি এক ঘোষণায় জানায়, ২০২৩ সালে পরবর্তী প্রজন্মের পিক্সেল ট্যাবলেট আলোর মুখ দেখতে পারে। তবে গুগল শুধু নতুন ডিভাইসের ধারণা দিয়েছে। কোনো প্রো ভ্যারিয়েন্ট আনার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেয়নি। ৯টু৫গুগলের প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তি জায়ান্টটি তাদের অ্যান্ড্রয়েড ট্যাবলেট সিরিজের দ্বিতীয় সংস্করণ হিসেবে প্রো ভার্সনের উন্নয়নে কাজ করছে।
২০২২ সালের মে মাসে অনুষ্ঠিত সম্মেলনে পিক্সেল ৭ স্মার্টফোনের পাশাপাশি গুগল আসন্ন পিক্সেল ট্যাবলেটের বিষয়ে তথ্য প্রকাশ করেছিল। কিন্তু এরপর থেকে প্রযুক্তি জায়ান্টটি এখন পর্যন্ত নতুন কোনো ডিভাইস বাজারজাত করতে পারেনি। পাশাপাশি অনলাইনে গুগলের নতুন ডিভাইসে কি ফিচার থাকতে পারে তার তথ্যসংবলিত গুজব ছড়াতে থাকে।
অ্যান্ড্রয়েড পুলিশ প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, গুগলের আসন্ন পিক্সেল ট্যাবলেটে বিল্ট ইন স্টাইলাস পেন থাকতে পারে। এছাড়া নতুন ডিভাইসটিতে ৬৪ বিটের অ্যাপ চলতে পারে বলেও গুঞ্জন রয়েছে। তবে সবকিছু ছাপিয়ে গুগলের পরবর্তী প্রজন্মের পিক্সেল ট্যাবলেটে প্রতিষ্ঠানটির নিজস্ব টেনসর সিস্টেম চিপ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নতুন পিক্সেল ট্যাবলেটে জিপিএস ও সেলুলার নেটওয়ার্ক সাপোর্ট নাও থাকতে পারে। ৯টু৫ এর অভিমত, পিক্সেল ট্যাবলেটটি নেস্ট হাবের বিকল্প বা এর থেকেও ভালো কিছু হতে পারে।
The post আগামী বছর পিক্সেল ট্যাবলেট প্রো আনবে গুগল appeared first on Techzoom.TV.

0 Comments