নতুন ট্যাব আনল নকিয়া, দাম ১৫ হাজার টাকা

বাজারে নতুন ট্যাব নিয়ে এসেছে ফিনল্যান্ডের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। ট্যাবটির মডেল নকিয়া টি১০। সাশ্রয়ী মূল্যের এই ট্যাবে রয়েছে এলসিডি ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি। ট্যাবটির বাজার মূল্য ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার টাকা।

নকিয়া টি১০ ট্যাবে রয়েছে ৮ ইঞ্চি ডিসপ্লে, রেজুলেশন ১,২৮০ বাই ৮০০ পিক্সেল এইচডি। ডিসপ্লেটি পুরু বেজেল দ্বারা বেষ্টিত, এইচডি কন্টেন্ট দেখার জন্য সার্টিফিকেশন পেয়েছে ট্যাবটি। এতে রয়েছে উইনিসক টি৬০৬ চিপসেট। সাথে রয়েছে গ্রাফিক্সের মালি জি৫৭ এমপি১ জিপিইউ-টি।

৪ জিবি র‍্যামের এই ট্যাবের স্টোরেজ ৬৪ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব হবে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড ১২। ২ বছরের ওএস আপগ্রেডসহ পাওয়া যাবে ৩ বছরের মাসিক সিকিউরিটি আপডেট।

নকিয়া টি১০ ট্যাবের রিয়ার প্যানেলে রয়েছে ছোট বর্গাকার ক্যামেরা মডিউলং। ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফিপ্রমীদের জন্য রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। ১০ ওয়াট স্ট্যান্ডার্ড চার্জিং সাপোর্টসহ ৫,২৫০ এমএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে নকিয়ার এই ট্যাবে।

 

The post নতুন ট্যাব আনল নকিয়া, দাম ১৫ হাজার টাকা appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments