দক্ষ মানবসম্পদ তৈরি করতে না পারলে দেশ আগামী দিনে পিছিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, বর্তমান বিশ্বের যে দেশ দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারবে না, তারা আগামী দিনে পিছিয়ে পড়বে। জাপান কিংবা দক্ষিণ কোরিয়া খনিজ সম্পদ সমৃদ্ধ নয়; কিন্তু তারা দক্ষ জনসম্পদ গড়ে তোলার কারণে বিশ্বে তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনে নেতৃত্ব দিচ্ছে।
আজ রোববার রাতে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) ওয়ার্ল্ড ফাইনালসের ‘স্পন্সর নাইট’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন পলক।
পলক আরও বলেন, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবসে আরও ৫ হাজার ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রতিযোগিতার আয়োজন নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক মোহাম্মদ এনামুল কবির।
তিনি জানান, আগামী ৬ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ঢাকায় বসবে এবারের আসর। এই আসরে বাংলাদেশের আটটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বের ৭৫টির বেশি দেশ থেকে এক হাজার ৪০০ প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
The post দক্ষ মানবসম্পদ তৈরি করতে না পারলে দেশ পিছিয়ে পড়বে : পলক appeared first on Techzoom.TV.

0 Comments