বাংলাদেশের পর এবার ভারতেও চালু হতে যাচ্ছে ৫জি ইন্টারনেট পরিষেবা। শনিবার ভারতের ন্যাশনাল ব্রডব্যান্ড মিশনের তরফ থেকে বিষয়টি জানানো হয়।
১ অক্টোবর দিল্লির প্রগতি ময়দানে চলমান ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে সূচনা হবে অত্যাধুনিক ওই টেলিকম পরিষেবার।
ভারতের টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আগেই জানিয়েছিলেন চলতি বছরের অক্টোবরেই দেশজুড়ে শুরু হতে পারে ৫জি পরিষেবা।
অশ্বিনী বলেন, ৫জির ফলে দেশবাসীর কাজকর্ম অনেক বেশি সহজ হয়ে যাবে। ডেটা ডাউনলোডের গতি বাড়বে ১০ গুণ। স্পেকট্রাম এফিশিয়েন্সি হবে ৩ গুণ বেশি। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুপরিকল্পনারই ফল।
ভারতে প্রথম দফায় এখন পর্যন্ত ৪০ রাউন্ড নিলামে মোট ৭২ হাজার ৯৮ মেগাহার্জ স্পেকট্রাম বন্টনের প্রক্রিয়াটি শেষ হয়েছে। পরবর্তী নিলামে সরকারের কাছে স্পেকট্রামের দাম ৯০ শতাংশ কমানোর দাবি জানিয়েছে টেলিকম সংস্থাগুলো।
The post ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৫জি ইন্টারনেট পরিষেবা appeared first on Techzoom.TV.
0 Comments