৫০ মেগাপিক্সেল ক্যামেরাসহ আসছে রিয়েলমি সি৩৩

আগামী ৬ সেপ্টেম্বর জনপ্রিয় টেক ব্র্যান্ড রিয়েলমি তাদের সি সিরিজের অধীনে রিয়েলমি সি৩৩ হ্যান্ডসেটটি লঞ্চ করা হবে। রিয়েলমি সি৩৩ ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে নিশ্চিত করেছে সংস্থা। এর পাশাপাশি এই ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং স্লিম ডিজাইনের সাথে আসবে।

রিয়েলমি আজ (৩ সেপ্টেম্বর) ঘোষণা করেছে যে, ভারতে আগামী ৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় রিয়েলমি সি৩৩ হ্যান্ডসেটটি লঞ্চ করা হবে। এই স্মার্টফোনের জন্য একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজও ইতিমধ্যেই রিয়েলমি ইন্ডিয়া ওয়েবসাইটে লাইভ হয়েছে। ল্যান্ডিং পেজটি ফোনের কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ করেছে এবং এর তিনটি কালার অপশন প্রদর্শন করেছে।

প্রসঙ্গত মাইক্রোসাইটটি থেকে জানা যাচ্ছে, রিয়েলমি সি৩৩ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর অবস্থান করবে। সংস্থা দাবি করেছে, স্মার্টফোনটি এই সেগমেন্টে সর্বোচ্চ পিক্সেল-পারফরম্যান্স অফার করবে। এটি পরিষ্কার ব্যাকলিট ফটোর জন্য সিএইচডিআর (CHDR) অ্যালগরিদমের সাথে আসবে এবং একাধিক ফটোগ্রাফি মোড অফার করবে। এছাড়াও নিশ্চিত করা হয়েছে যে, রিয়েলমি সি৩৩-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৩৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে বলে দাবি করেছে রিয়েলমি। ফোনটিতে বর্ধিত ব্যাটারি লাইফের জন্য একটি আল্ট্রা সেভিং মোডও থাকবে।

আবার এই স্পেসিফিকেশনগুলি ছাড়াও, রিয়েলমি আরও নিশ্চিত করেছে যে, ফোনটি ৮.৩ মিলিমিটার স্লিম হবে এবং এর ওজন হবে ১৮৭ গ্রাম। মাইক্রোসাইট অনুসারে, রিয়েলমি সি৩৩ কমপক্ষে তিনটি কালার অপশনে লঞ্চ হবে। যদিও এগুলি ছাড়া, আপাতত ডিভাইসটির সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ্যে আসেনি, তবে লঞ্চের আগে রিয়েলমি সি৩৩-এর স্পেসিফিকেশন আরও জানা যাবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, সম্প্রতি এক টিপস্টার রিয়েলমি সি৩৩-এর স্টোরেজ, কালার অপশন এবং মূল্যের বিবরণ ফাঁস করেন। তার দাবি অনুযায়ী, স্মার্টফোনটি স্যান্ডি গোল্ড, অ্যাকোয়া ব্লু এবং নাইট সি- এর মতো কালার অপশনে আসবে। ফোনটি ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ, ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে বলেও জানা গেছে। হ্যান্ডসেটটির দাম ৯,৫০০ টাকা থেকে ১০,৫০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে আশা করা হচ্ছে।

The post ৫০ মেগাপিক্সেল ক্যামেরাসহ আসছে রিয়েলমি সি৩৩ appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments