শিগগিরই ইউরোপে উন্মোচিত হচ্ছে হুয়াওয়ে মেট-৫০ প্রো

অ্যাপলের আইফোন বাজারে আনার একদিন আগেই চীনে যাত্রা করেছিল হুয়াওয়ে মেট ৫০ সিরিজ। এবার ফোনটিকে ইউরোপের বাজারে নেয়ার কথা ভাবছে কোম্পানিটি। ২৬ সেপ্টেম্বর হুয়াওয়ে মেট ৫০ প্রো এবং হুয়াওয়ে নোভা ১০ আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে জার্মানিতে। খবর গিজমোচায়না।

এরই মধ্যে জার্মানির মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্রের তথ্য অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর হুয়াওয়ে মেট ৫০ প্রো ও হুয়াওয়ে নোভা ১০ নামে দুটি স্মার্টফোন উন্মোচিত হতে যাচ্ছে। এতে ইএমইউআই ১৩ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হতে পারে। অনেকটা অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের অনুকরণে ২০২১ সালের আগস্টে ইএমইউআই ১২ অপারেটিং সিস্টেম এনেছে হুয়াওয়ে। মূলত আন্তর্জাতিক বাজারের জন্য অ্যান্ড্রয়েডের কপিকেট অপারেটিং সিস্টেম এনেছে চীনা প্রযুক্তি জায়ান্টটি। চীনের বাজারে অবশ্য স্মার্টফোন ও ট্যাবলেট পিসিতে নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনিওএস ব্যবহার করে আসছে তারা।

অপারেটিং সিস্টেম নিয়ে তথ্য ছাড়া আর বিস্তারিত তেমন কিছু জানা যায়নি। হুয়াওয়ের নতুন ফোন দুটির দাম কত পড়বে তা জানতে অপেক্ষা করতে হবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

The post শিগগিরই ইউরোপে উন্মোচিত হচ্ছে হুয়াওয়ে মেট-৫০ প্রো appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments