৪ লাখ ৯৯ হাজার টাকায় কিনুন বাংলাদেশি প্রাইভেট কার

মাত্র ৪ লাখ ৯৯ হাজার টাকায় ব্র্যান্ড নিউ প্রাইভেট কার বিক্রি করার ঘোষণা দিয়েছে বাংলাদেশি স্টার্ট আপ প্রতিষ্ঠান পালকি মটরস লিমিটেড। এটি একটি ইলেকট্রিক কার।

গাড়িটি বিক্রির জন্য প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে।

পালকির ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি বলছে, ‘আমরা আপনার গ্রোথের সঙ্গী হতে চাই। আপনার প্রফেশনাল গ্রোথের সঙ্গী পালকি। শহরের কোলাহল ছেড়ে চলে যাবেন একটু দূরে, প্রকৃতিতে একটু দম ফেলতে, নতুন করে উজ্জীবিত হতে, সেখানেও আপনার পালকি।’

পালকি দাবি করছে এই ইলেকট্রিক গাড়ির প্রতি কিলোমিটারে খরচ মাত্র ৩৫ পয়সা। এই গাড়িতে রয়েছে এয়ার কন্ডিশন। এক চার্জে ১৫০ কিলোমিটার পথ পারি দিতে পাড়বে বাংলাদেশে তৈরি পালকি। গাড়িটি ফুল চার্জ হতে সময় লাগবে মাত্র ৮ ঘন্ট।

চালকসহ এই গাড়ির আসন চারটি। ঘন্টায় এর গতি সর্বোচ্চ ৫০ কিলোমিটার।

এই গাড়ি কিনলে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করে দিতে সহায়তা করবে নির্মাতা প্রতিষ্ঠান।

যেভাবে প্রি-অর্ডার করা যাবে
প্রি-অর্ডার করতে পালকি মটরসের সঙ্গে মোবাইল ফোনের যোগাযোগ করে টেস্ট ড্রাইভ সেট করতে হবে।এরপর কোম্পানির লোকেশনে এসে গাড়ি চালিয়ে যদি ভালো লাগে, তাহলে আপনি প্রি-ওর্ডার দিতে পারবেন। প্রি-অর্ডারে ৫০ হাজার টাকা অগ্রিম দিতে হবে। প্রি-অর্ডারের ১২০ দিনের মধ্যে আপনি গাড়ি পেয়ে যাবেন।

The post ৪ লাখ ৯৯ হাজার টাকায় কিনুন বাংলাদেশি প্রাইভেট কার appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments