হেলিও প্রসেসরসহ শক্তিশালী বাটারির নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে চীনের ফোন নির্মাতা প্রতিষ্ঠান রেডমি। এটি প্রতিষ্ঠানটির জনপ্রিয় এ সিরিজের এ১ প্লাস মডেলের ফোন।
এই ফোনের ব্যাকসাইটে রয়েছে লেদার ফিনিশ। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্টেট। একবার চার্জে ফোনটি স্ট্যান্ডবাই মোডে ৩০ দিন সচল থাকবে।
রেডমি এ১ প্লাস ফোনে রয়েছে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেড ১২০ হার্টজ। ফোনে রয়েছে ডুয়াল সিম কার্ড এবং প্রি-ইনস্টলড এফএম রেডিও। মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসরের ফোনে রয়েছে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনে গুগলের অ্যান্ড্রয়েড ১২-এর গো এডিশন রয়েছে।
সিকিউরিটির জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং অপরটি এআই। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
ফোরজি কানেক্টিভিটির ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৮ হাজার টাকা।
The post রেডমির নতুন ফোন, এক চার্জে চলবে ৩০ দিন! appeared first on Techzoom.TV.

0 Comments