পুরোনো প্রসেসরে স্যামসাংয়ের গ্যালাক্সি এ২৪!

চার বছর আগের প্রসেসরে বাজারে আসছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ২৪। মার্চে উন্মোচিত হওয়া গ্যালাক্সি এ২৩-এর আপগ্রেডে সংস্করণ। স্যামসাংয়ের নতুন এই ডিভাইসটি চলতি মাসেই বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।

ভিয়েতনামের দ্য পিক্সেল সাম্প্রতিক এক রিপোর্টে স্যামসাং গ্যালাক্সি এ২৪-এর তথ্য ফাঁস করেছে। সেখান থেকে জানা যায়, ফোনটিতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাশাপাশি থাকবে ৬.২৪ ইঞ্চি সুপার-অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এতে থাকতে পারে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। তবে ডিজাইনট কেমন হবে তা জানা সম্ভব হয়নি।

গ্যালাক্সি এ২৪ ফোনে স্যামসাংয়ের ইন-হাউস এক্সিনস ৭৯০৪ প্রসেসর থাকবে। যা প্রায় চার বছর আগের পুরোনো। পরবর্তী সৃয়ে স্যামসাং একাধিক নতুন প্রসেসর বাজারে এনেছে। ঠিক কি কারণে এত পুরোনো প্রসেসরের ব্যবহার করা হচ্ছে তা ধারণা করা যাচ্ছে না।

ফোনটিতে ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ থাকবে। একাধিক ভ্যারিয়েন্টে ফোনটি বাজারে আসতে পারে।

ফটোগ্রাফির জন্য স্যামসাংয়ের নতুন ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টসহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেল সেন্সর। সেলফিপ্রেমীদের জন্য থাকবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে ৪,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্টেট। তবে ফোনটির দাম কেমন হবে তা জানা সম্ভব হয়নি।

 

The post পুরোনো প্রসেসরে স্যামসাংয়ের গ্যালাক্সি এ২৪! appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments