গ্যালাক্সি রিং নিয়ে কাজ করবে স্যামসাং

প্রতিদিন কতটুকু পথ হাঁটা হয়েছে, হূত্স্পন্দন কতটুকু, ঘুমের পরিমাপসহ স্বাস্থ্য সুরক্ষায় স্মার্টওয়াচ ও স্মার্টব্যান্ডের প্রচলন রয়েছে। এসব ডিভাইস অনেকের কাছে স্বাচ্ছন্দ্যের আবার কারো কাছে বিরক্তির। তবে এদিক থেকে স্মার্ট রিং অনেকটাই আরামদায়ক। এ কারণে শিগগিরই এমন একটি ডিভাইস নিয়ে কাজ করার পরিকল্পনা হাতে নিয়েছে স্যামসাং।

দক্ষিণ কোরিয়ায় নাভেরের কাছে এমনই একটি ডিভাইস তৈরিতে পেটেন্ট আবেদন জমা দিয়েছে দেশটির অন্যতম এ প্রযুক্তি জায়ান্ট। প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টদের ধারণা, নতুন ডিভাইসটিতে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫-এর সব ফিচার থাকবে।

পেটেন্ট আবেদনের মাধ্যমে মূলত প্রতিষ্ঠানটির অভ্যন্তরে চলমান গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের বিষয়ে ধারণা দেয়া হয়। আলোচনায় থাকা এসব ডিভাইস কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে তেমন কোনো বিস্তারিত তথ্য থাকে না। বর্তমান সময়ে স্মার্ট রিংয়ের দিক থেকে প্রচলিত নাম হচ্ছে অরা।

তৃতীয় প্রজন্সের স্মার্ট রিংয়ে প্রতিষ্ঠানটি সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা হূত্স্পন্দন মাপার ফিচার, ঘুমের পরিমাণ নির্ণয়সহ শারীরিক কসরত বা ব্যায়াম শনাক্তের একাধিক মোডও রয়েছে। এর দাম ২৯৯ ডলার।

The post গ্যালাক্সি রিং নিয়ে কাজ করবে স্যামসাং appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments