নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে ব্যয় কমানোর কার্যকরী একটি পদ্ধতি হলো রিফারবিশড মডেল সংগ্রহ করা। সাধারণ ক্যাটাগরির পাশাপাশি এখন থেকে নতুন মডেলের ডিভাইসগুলোর রিফারবিশড ভার্সনও বাজারজাত হবে বলে ধারণা করা হচ্ছে।
রিফারবিশড স্মার্টফোন হলো সেসব ডিভাইস যেগুলো সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠান একেবারে নতুনের মতো পর্যায়ে নিয়ে আসে এবং সেগুলো একই ওয়ারেন্টি সুবিধা দিয়ে থাকে। স্যামসাং এখন পর্যন্ত গ্যালাক্সি এস২০ সিরিজ, গ্যালাক্সি নোট ২০ সিরিজ, গ্যালাক্সি এস২১ এমনকি গ্যালাক্সি এস১০-এর রিফারবিশড ভার্সন বাজারে এনেছে।
অঞ্চলভেদে এসব ডিভাইস বাজারে পাওয়া যায়। টেকরাডারকে দেয়া এক বিবৃতিতে স্যামসাং জানায়, প্রতিষ্ঠানটি তাদের রিনিউড স্মার্টফোন ক্যাটাগরিতে আরো ডিভাইস যুক্ত করতে যাচ্ছে। এর মাধ্যমে বিদ্যমান পরিস্থিতির পরিবর্তন হবে।
The post নতুন মডেলের রিফারবিশড ভার্সন আনবে স্যামসাং appeared first on Techzoom.TV.

0 Comments