বছরের প্রথম নয় মাসে রবির মোট আয় হয়েছে ৬ হাজার ৩৩১ দশমিক ৭ কোটি টাকা। আয় বাড়লেও গত প্রান্তিকের তুলায় গ্রাহক কমেছে রবিব। তাদের বর্তমান গ্রাহক সংখ্যা ৫ কোটি ৪৪ লাখ। গ্রাহক কমেছে ০ দশমিক ৩ শতাংশ।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে দেশের বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবির। আর্থিক অগ্রগতির এক রিপোর্ট এ তথ্য উঠে এসেছে। তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বরে রবির মোট আয় হয়েছে ২ হাজার ২০৭ দশমিক ৪ কোটি টাকা। গত প্রান্তিকের তুলনায় ভয়েস সেবা থেকে রবির আয় বেড়েছে ৬ শতাংশ এবং ডাটা থেকে বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ।
রবির মোট গ্রাহকের ৫০ দশমিক ৯ শতাংশ ফোরজি গ্রাহক, সংখ্যায় ২ কোটি ৭৬ লাখ। তৃতীয় প্রান্তিকে রবির মোট গ্রাহকের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৭৫ দশমিক ৫ শতাংশ এবং এদের মধ্যে ৬৭ দশমিক ৩ শতাংশ ফোরজি ব্যবহার করেন।
রবি এ বছরের তৃতীয় প্রান্তিকে সরকারি কোষাগারে জমা দিয়েছে ১ হাজার ১২ দশমিক ২ কোটি টাকা, যা উক্ত প্রান্তিকের মোট আয়ের ৪৫ দশমিক ৯ শতাংশ।
এ বিষয়ে রবির ভারপ্রাপ্ত সিইও অ্যান্ড সিএফও এম. রিয়াজ রশীদ বলেন, আমাদের প্রবৃদ্ধির হার আশাম্বিত। তবে বড় অঙ্কের মূলধন বিনিয়োগের ফলে মুনাফার হার আশানুরূপ হচ্ছে না। সেবার মান এবং নেটওয়ার্ক কভারেজের বিবেচনায় গ্রাহকদের সেরা সেবা দিচ্ছে রবি।
The post গ্রাহক কমেছে রবির appeared first on Techzoom.TV.
0 Comments