আইওএস ১৬ লকস্ক্রিন উইজেট চালু গুগলের

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আইওএস ১৬-এর লকস্ক্রিনের অভিজ্ঞতা প্রদানে আনুষ্ঠানিকভাবে উইজেট চালু করেছে গুগল।

সেপ্টেম্বরে প্রকাশিত বিস্তৃত তথ্যানুযায়ী, এ উইজেট এক নজরে তথ্য দেখার পাশাপাশি প্রতিষ্ঠানটির মূল কিছু অ্যাপের শর্টকাট দেখাবে। নতুন আপডেটের অংশ হিসেবে জিমেইল ব্যবহারকারীদের মেসেজের সংখ্যা দেখাবে। ম্যাপ থেকে ভ্রমণের লিংক দেখাবে অথবা রেস্টুরেন্টসহ গুরুত্বপূর্ণ জায়গা খুঁজে পেতে সহায়তা করবে।

ক্রোম ও গুগল অ্যাপের উইজেট ওয়েব সার্চ শুরুর পাশাপাশি ভয়েস কমান্ড দিতে বা লেন্স ট্রান্সলেশন শুরুতে সহায়তা করবে।

The post আইওএস ১৬ লকস্ক্রিন উইজেট চালু গুগলের appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments