গেমিং ফোন আনছে আইকিউও

শক্তিশালী প্রসেসরের গেমিং স্মার্টফোন আনছে ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউও, যার মডেলে আইকিউও নিও ৭। চীনের ওয়েইবো আইকিউও নিও ৭ ফোনের টেজার প্রকাশ করেছে। মিড-রেঞ্জের ফোন হলেও এটি গেমারদের ফোন হতে যাচ্ছে, যা প্রমাণ করে ফোনটিতে থাকা প্রসেসর।

ওয়েইবোর প্রকাশিত তথ্য অনুযায়ী, আইকিউও নিও ফোনে থাকবে ৬.৭৮ ইঞ্চি স্যামসাং ই৬ অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেড ১২০ হার্টজ। এতে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ থাকবে।

ট্রিপল ক্যামেরার ফোনটিতে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ভি প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ১২ মেগাপিক্সেল পোট্রেট টেলিফটো লেন্স। সেলফিপ্রেমীদের জন্য থাকবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

ডাইমেনসিটি ৯০০০ প্লাস প্রসেসরের ডিভাইসটিতে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেট।

২০ অক্টোবর চীনের বাজারে ফোন উন্মোচিত হবে। তবে ফোনটির দাম কেমন হবে তা জানা সম্ভব হয়নি। তবে প্রকাশিত এক সংবাদ থেকে জানা গিয়েছিল, ফোনটির বাজার মূল্য হতে পারে বাংলাদেশি মুদ্রায় ৩০ হাজার টাকা।

The post গেমিং ফোন আনছে আইকিউও appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments